বিজ্ঞাপন দিন

জলঢাকায় ইউনিয়ন উন্নয়ন সমন্বয় কমিটির সক্ষমতা ও পুষ্টি বিষয়ক ২দিনব্যাপী প্রশিক্ষন সমাপ্ত

জলঢাকা (নীলফামারীী) সংবাদদাতাঃ নীলফামারীর জলঢাকা উপজেলায় ইউনিয়ন উন্নয়ন সমন্বয় কমিটির ২দিনব্যাপী সক্ষমতা ও পুষ্টি বিষয়ক প্রশিক্ষন শেষ হয়েছে। জয়েন্ট এ্যাকশন ফর নিউট্রিশন আউটকাম জানো প্রকল্পের আয়োজনে প্লান ইন্টারন্যাশনাল বাযলাদেশের সহযোগীতায় সোমবার সকালে উপজেলার বালাগ্রাম ইউনিয়ন পরিষদ হলরুমে এ প্রশিক্ষন শেষ হয়। এতে সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম লিপন। প্রশিক্ষন পরিচালনা করেন জানো প্রকল্পের ইউনিয়ন ফ্যাসিলেটর খুরশিদা রহমান ও মেনোকা রায়। এর আগে গতকাাল রবিবার সকালে এই প্রশিক্ষনের উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম লিপন। এসময় জানো প্রকল্পের ইউনিয়ন ফ্যাসিলেটর খুরশিদা জানান, প্রশিক্ষনে ইউনিয়নের আর্থ-সামাজিক উন্নয়ন, এলাকার সেবা পরিস্থিতি পর্যালোচনা ,উন্নয়ন সহযোগী কর্তৃক বাস্তবায়নাধীন কর্মকাণ্ডগুলোর অগ্রগতি ও পরিকল্পনা প্রনয়ন কিভাবে করবে সেবিষয়ে প্রশিক্ষন দেওয়া হয়। এসময় তিনি ইউনিয়ন উন্নয়ন সমন্বয় কমিটিকে স্থানীয় সম্পদের সদ্ব্যবহার করে বাস্তব পদক্ষেপ গ্রহন করার আহবান জানান। প্রশিক্ষনে ৪২জন অংশগ্রহন করে। জয়েন্ট এ্যাকশন ফর নিউট্রিশন আউটকাম (জানো) প্রকল্পের আয়োজনে সভায় সকল সরকারি দপ্তরের প্রতিনিধি , জনপ্রতিনিধি, এনজিও প্রতিনিধিসহ জানো প্রজেক্টের ইউনিয়ন কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।