রতন কুমার রায়,ডোমার-নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর ডোমার উপজেলার গোমনাতী ইউনিয়নের হজ্ব পালনকারী হাজীদের সম্মাননা স্মারক, বিশেষ স্মরণীকা ও সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বুধবার (২৫সেপ্টেম্বর) সকালে গোমনাতী ইউনিয়ন পরিষদ চত্ত্বরে আলহাজ্ব প্রফেসর দেলওয়ার রহমানের সভাপতিত্বে গোমনাতী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল হামিদের আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডোমার উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ,ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার প্রমূখ। এছাড়াও গোমনাতী কলেজের অধ্যক্ষ ফরিদুল ইসলাম,বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাবেদ আলী,গোমনাতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এজাবুল ইসলাম,গোমনাতী ইউপি সদস্যগণ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সংবর্ধনা অনুষ্ঠানে অতিথিবৃন্দ, গোমনাতী ইউনিয়নের উপস্থিত ১২৫জন হজ্ব পালনকারী হাজীদেরকে সম্মাননা স্মারক ও বিশেষ স্মরণীকা প্রদান করেন ।