বিজ্ঞাপন দিন

জলঢাকায় ফ্রি হেলথক্যাম্প উপলক্ষে স্বাস্থ্য সচেতনতা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

আবেদ আলী স্টাফ রিপোর্টারঃ নীলফামারীর জলঢাকায় কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কর্মসূচীর আওতায় ২০১৮ - ১৯ অর্থবছরে পৌরসভার ৯টি ওয়ার্ডের প্রায় শতাধিক মা ও শিশুকে নিয়ে স্বাস্থ্য বিষয়ক সচেতনতামূলক আলোচনা সভা ও ফ্রি স্বাস্থ্য পরিক্ষা ক্যাম্পিং অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত এই সভায় স্বাস্থ্য ও চিকিৎসা বিষে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য প.প কর্মকর্তা ডাঃ জেড এ সিদ্দিকী। তিনি বলেন, প্রতিবন্ধী কিংবা ভাল যাই হউক মায়ের প্রতিটি সন্তানেই তার কাছে সম্পদ। তাই নিজে সচেতন থাকুন বাচ্চাদের সুস্থ রাখুন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা চঞ্চল কুমার ভৌমিক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পুরবী রানী রায় ও শিক্ষক মর্তুজা ইসলাম প্রমুখ। আলোচনা সভা শেষে জলঢাকা মেডিকেল অফিসার ডাঃ শারমিন আফরোজ ও তার টিম সহ সভায় উপস্থিত হওয়া মা ও শিশুদের ফ্রি চিকিৎসা সেবা প্রদান করেন।