বিজ্ঞাপন দিন

নীলফামারী আধুনিক হাসপাতালে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন রোগির শরীরের পুশ স্বজনদের বিক্ষোভ

আব্দুল মালেক, নীলফামারী : নীলফামারী আধুনিক সদর হাসপাতালে ৪ মাসের মেয়াদ উত্তীর্ণ স্যালাইন রোগীর শরীরের পুশ করায় স্বজনদের বিক্ষোভ। শনিবার রাত সাড়ে ১১টায় ষ্টোর কিপার মিজানুর সহ সিভিল সার্জনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে বিক্ষোভ করেছে রোগীর স্বজনরা। আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আবু সুফি মাহমুদ কে জরুরী বিভাগে অবরুদ্ধ রাখে। এ ঘটনায় জেলা প্রশাসন পরিদর্শন শেষে আধুনিক সদর হাসপাতালের ষ্টোর রুম সিলগালা করেন বলে জানিয়েছেন, অতিরিক্ত জেলা প্রশাসক আজাহারুল ইসলাম। শনিবার রাতে এক রোগীর স্বজন এক-মি কোম্পানির ৪ মাস আগের মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেখতে পেয়ে কর্তব্যরত নার্সদের জানায়। তারা কোন ধরনের পদক্ষেপ না নেয়ায় বিষয়টি নিয়ে তোলপাড় সৃষ্টি হয়। ৪৫/৫০ জন রোগীর স্যালাইনেও মেয়াদ উত্তীর্ণ দেখে তাদের নার্সরা, সেগুলো দ্রুত সরিয়ে ফেলে। পরে এসব স্যালাইন জেলা প্রশাসন জব্দ করে, এবং হাসপাতালের ষ্টোর রুমে সিলগালার করে। অতিরিক্ত জেলা প্রশাসক আজাহারুল ইসলাম বলেন, ভালো করে তদন্ত করার পর দোষী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।