বিজ্ঞাপন দিন

জলঢাকায় পরিক্ষায় প্রক্সি দিতে এসে আটক ৩

ফরহাদ ইসলাম,জলঢাকা (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিনে বিএ (পাস) পরিক্ষায় প্রক্সি দিতে আসা ৩ ভুয়া পরিক্ষার্থীকে আটক করেছে কেন্দ্র পরিদর্শক। পরে তাদের পুলিশের হাতে সোপর্দ করা হয়। বৃহস্পতিবার বিকেলে জলঢাকা রাবেয়া চৌধুরি মহিলা বিদ্যালয়ে ই্ংরেজি পরিক্ষা চলাকালিন সময়ে এ ঘটনাটি ঘটে। আটককৃতরা হলেন,সুন্দরগঞ্জ থানার নুরজ্জামানের ছেলে নুর ইসলাম,(২৪) জলঢাকা উপজেলার হরিশচন্দ্রপাঠ এলাকার সাইয়াদুল ইসলামের ছেলে রাশেদুজ্জামান,(২৩) কোতয়ালী থানার দুলাল হোসেনের ছেলে সিফাত হোসেন (২২)। জানা গেছে আটককৃত ৩ জনেই তাদের বন্ধুর পরিক্ষা দিতে এসেছিল। ভুয়া পরিক্ষার্থীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহনের বিষয়ে জানতে চাইলে রাবেয়া চৌধুরি মহিলা বিদ্যালয়ের অধ্যক্ষ ও কেন্দ্র সচিব বিবেকানন্দ মোহন্ত বলেন,ইউএনও’র সাথে যোগাযোগ করেন বলে ফোন কেটে দেন। এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানায়,পরিক্ষা কেন্দ্র থেকে এখন পর্যন্ত (সন্ধ্যা ৬-৪০) লিখিত কোন অভিযোগ আসেনি। তবে প্রক্রিয়াধীন রয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত তাদেরকে জলঢাকা থানার হাজত খানায় রাখা হয়েছে।