বিজ্ঞাপন দিন

জলঢাকায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবলে কাজিরহাট পন্থাপাড়া প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন

মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকা উপজেলায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের উপজেলা পর্যায়ের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে মঙ্গলবার বিকেলে শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত বালকদের ফাইনাল খেলায় পৌরসভার কাজিরহাট পন্থাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ট্রাইব্রেকারে ৩ - ২ গোলে খুটামারা হরিশচন্দ্রপাঠ সরকারি প্রাথমিক বিদ্যালয়কে এবং বালিকাদের খেলায় ধর্মপ্রান পাইটকাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ট্রাইব্রেকারে ২ - ১ গোলে বালাগ্রাম ইউসি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ফাইনাল শেষে উপজেলা নির্বাহী অফিসার সুজাউদ্দৌলা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের খেলোয়ারদের হাতে প্রাইজমানি ও পুরষ্কার তুলে দেন। এসময় তিনি বাংলাদেশে নারী ফুটবলের জাগরনের ক্ষেত্রে প্রাথমিক পর্যায়ে অনুষ্ঠিত বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবলের অবদানের কথা উল্লেখ করেন। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নুর মোহাম্মদের সভাপতিত্বে পুরষ্কার বিতরনী তে আরো উপস্থিত ছিলেন উপজেলা আ'লীগ ও উপজেলা ক্রিড়া সংস্থার সাধারন সম্পাদক সহীদ হোসেন রবেল, উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান মনোয়ারা বেগম, সিয়াম এন্টার প্রাইজের স্বত্বাধিকারী ও জেলা টেলিভিশন ফোরামের সভাপতি মঞ্জুরুল আলম সিয়াম, জি গ্যাস কোম্পানীর ডেপুটি ম্যানেজার তারিক সিদ্দিকী, উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার এবিএম মোকতাদির বিল্লাহ, শেখ মোসফিকুর রহমান, আতাউল গনী ওসমানী, কৃষ্ণা বিশ্বাস, হারুন-অর রশীদ, হাবিবুর রহমান ও একেএম আনোয়ারুল কবির প্রমুখ। ১৫দিনব্যাপী এই ফুটবল উৎসবে উপজেলার ২ শত ৪৫ টি প্রাথমিক বিদ্যালয়ের ৪ শত ৯০ টি বালক ও বালিকা ফুটবল দল অংশগ্রহন করে। এই ফুটবল উৎসবে স্পন্সর করার জন্য জি গ্যাস কোম্পানীর নীলফামারীর স্বত্বাধিকারী মঞ্জুরুল আলম সিয়াম ও কোম্পানীর ডেপুটি ম্যানেজার তারিক সিদ্দিকী কে উপজেলা প্রশাসন ও শিক্ষা পরিবারের পক্ষ থেকে সন্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।