বিজ্ঞাপন দিন

জলঢাকায় প্রধানমন্ত্রীর জন্মদিনে উপজেলা আ'লীগের আলোচনা সভা

মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ৭৩তম জন্মদিনে জাতিসংঘের ৭৪তম সাধারণ অধিবেশনে অংশগ্রহন করছে। প্রধানমন্ত্রী হিসেবে একটানা এগার বছর জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দেওয়ার বিরল গৌরব অর্জন করলেন তিনি কথাগুলো বললেন জলঢাকা উপজেলা আ'লীগের সাধারন সম্পাদক সহীদ হোসেন রুবেল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩ জন্মদিন উপলক্ষে নীলফামারীর জলঢাকায় শনিবার রাতে উপজেলা আ'লীগের আয়োজনে পৌর আ'লীগ কার্যালয়ে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা আ'লীগের আইন বিষয়ক সম্পাদক মোহসিন আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আ'লীগের সাধারন সম্পাদক সহীদ হোসেন রুবেল। এসময় আরো বক্তব্যে রাখেন পৌর আ'লীগের সাধারন সম্পাদক আব্দুল মজিদ, আ'লীগ নেতা তোফায়েল মাস্টার, আব্দুল ওয়াহেদ হিলু চৌধুরী, যুবলীগ নেতা রাজিব চৌধুরী, সেলিম রেজা ও ছাত্রলীগ নেতা আজম সরকার প্রমুখ। প্রধান অতিথি আরো বলেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার আজকের জন্মদিনটি এমন সময়ে পালিত হচ্ছে যখন তার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নশীল রাষ্ট্রে উন্নীত হয়েছে। আব্দুল মজিদ বলেন, এক সময়ের কথিত ‘তলাবিহীন ঝুড়ি’ দারিদ্র্য-দুর্ভিক্ষে জর্জরিত যে বাংলাদেশকে অস্তিত্ব টিকিয়ে রাখার সংগ্রাম করতে হয়েছে। শেখ হাসিনার কল্যাণমুখী নেতৃত্বে সেই বাংলাদেশ আজ বিশ্বজয়ের নবতর অভিযাত্রায় এগিয়ে চলেছে। হিলু চৌধুরী বলেন, এবারের জাতিসংঘের সাধারণ অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেশ কয়েকটি অর্জন তার আজকের জন্মদিনকে আরও সাফল্যমণ্ডিত করেছে। এর মধ্যে অন্যতম ‘ভ্যাকসিন হিরো’ সম্মাননা ও ইউনিসেফের ‘চ্যাম্পিয়ন অব স্কিল ডেভেলপমেন্ট ফর ইয়ুথ অ্যাওয়ার্ড’। প্রধানমন্ত্রীর এই অর্জনে পুরো জাতি গৌরবান্বিত। এর আগে ১৬ সেপ্টেম্বর শেখ হাসিনাকে ড. কালাম স্মৃতি ইন্টারন্যাশনাল এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান করা হয়। এ নিয়ে তার আন্তর্জাতিক সাফল্যের ঝুড়িতে স্থান পেল ৩৯টি পদক। সভা শেষে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্থতা ও দীর্ঘায়ু এবং দেশ জাতির মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়।