বিজ্ঞাপন দিন

জলঢাকায় যুব নেটওয়ার্কের উদ্যোগে পল্লীতে ফলজ বৃক্ষের চারা বিতরণ

আবেদ আলী বিশেষ প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকা উপজেলার কৈমারী ইউনিয়নের পল্লীতে দরিদ্র পরিবারের মাঝে বিভিন্ন জাতের ফলজ বৃক্ষের চারা বিতরণ করেছে উদয়াঙ্কুর সেবা সংস্থা (ইউএসএস) এর ইউনিয়ন পর্যায়ে গঠিত সেবামুলক সংগঠন রংধনু যুব নেটওয়ার্ক। গতকাল উপজেলার কৈমারী ইউনিয়নের ৯টি ওয়ার্ডের গ্রামে গ্রামে প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশের আর্থিক সহায়তায় পাঁচশত (৫০০) বৃক্ষের চারা বিতরণ করা হয়। এসময় উপস্থিতি ছিলেন, কৈমারী ইউপি চেয়ারম্যান রেজাউল করীম বাবু, রংধনু যুব নেটওয়ার্কের সভাপতি আজপিয়া আক্তার, আহসানুল হক মানিক, তবিবর রহমান, মতিয়ার রহমান, তমিজ উদ্দিন, জবেদুল ইসলাম, ডালিম চন্দ্র, শিশু সুরক্ষা কমিটির সদস্য মফিজুল ইসলাম, মিজানুর রহমান, আবু সালেহ ও মোফাজ্জল প্রমুখ।