বিজ্ঞাপন দিন

নীলফামারী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় শ্রেষ্ঠ অফিসারদের পুরুস্কৃত

আব্দুল মালেক, নীলফামারী : নীলফামারী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। বুধবার ২৫ সেপ্টেম্বর দুপুরে পুলিশ লাইন হলরুমে মাসিক কল্যাণ সভায় সভাপতিত্ব করেন, পুলিশ সুপার মোহাম্মদ আশরাফ হোসেন,(পিপিএম)। সভায় পুলিশ ফোর্স এর বিভিন্ন সুযোগ-সুবিধা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করা হয় ও আইন-শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক উদ্ধার, গ্রেফতারি পরোয়ানা তামিল, মামলার রহস্য উদঘাটনসহ বিশেষ ভূমিকার স্বীকৃতি হিসেবে কর্মদক্ষতা যাচাই করে মাসিক কল্যাণ সভায় আগস্ট’২০১৯ এর প্রশংসনীয় কার্যক্রমের স্বীকৃতিস্বরূপ পুরস্কৃত করেন পুলিশ সুপার। শ্রেষ্ঠ সার্কেল অফিসার নির্বাচিত হয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার সদর (সার্কেল) মোঃ রুহুল আমিন। শ্রেষ্ঠ থানা, নির্বাচিত এম হারুন অর রশিদ,অফিসার ইনচার্জ, কিশোরগঞ্জ, শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিল ও মাদকদ্রব্য উদ্ধারকারী অফিসার এসআই মোঃ মোস্তানছিন বিল্লাহ,জলঢাকা থানা, শ্রেষ্ঠ এসআই মোঃ হেলাল উদ্দিন, সদর থানা, শ্রেষ্ঠ ট্রাফিক অফিসার মোঃ জাহিদুল ইসলাম,পুলিশ সার্জেন্ট,নীলফামারী। শ্রেষ্ঠ এএসআই (নিরস্ত্র) আব্দুল মালেক সদর থানা, নীলফামারী। এসময় ভালো কাজের স্বীকৃতিস্বরূপ, পুলিশ সুপার বিশেষ পুরস্কার প্রদান করেন, মোঃ আফজালুল ইসলাম,অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, মোঃ মামুন মিয়া,পুলিশ কনস্টেবল,পুলিশ লাইন্স,নীলফামারী। পুলিশ সুপারের এধরনের ব্যতিক্রমী উদ্যোগ ও স্বীকৃতি জেলা পুলিশের মনোবল,পেশাদারিত্ব ও কর্মোদ্দীপনা বৃদ্ধিতে সহায়তা করবে বলে জানান পুলিশ কর্মকর্তারা। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার মোহাম্মদ আতিকুর রহমান ও অতিরিক্ত পুলিশ সুপার সৈয়দপুর (সার্কেল) অশোক কুমার পাল সহ ছয় থানার অফিসার ইনচার্জ গন উপস্থিত ছিলেন ।