বিজ্ঞাপন দিন

রাণুর কাহিনী আসছে বড় পর্দায়

জল ডেস্ক : রাণু মণ্ডল, বলতে গেলে তিনি এখন সোশ্যাল মিডিয়ার সেনসেশন৷ রানাঘাট স্টেশনের জীবন পাল্টে গেছে তার, এখন তিনি তারকাদের কাতারের একজন। কলকাতা থেকে মুম্বই, তার এখন দেশব্যাপ্তি খ্যাতি৷ কলকাতা রানাঘাট স্টেশনে নিত্যযাত্রীদের আবদারে লতা মঙ্গেশকরের গান গাইতেন রানু মণ্ডল। পরে একজন ফেসবুকে তার গানের ভিডিও ভাইরাল হয়ে যায়। কলকাতা, মুম্বাই, কেরালা এমনকি বাংলাদেশ থেকেও গান গাওয়ার ডাক এসেছে তার। কিছুদিনের মধ্যে রাণুকে দেখা যাবে জনপ্রিয় হিন্দি রিয়ালিটি শোয়ে; এমনও শোনা গেছে। এবার রাণু মণ্ডলকে নিয়ে তৈরি হচ্ছে সিনেমাও! নিউজ ১৮ জানায়, রাণু মণ্ডলকে নিয়ে এবার তৈরি হবে বায়োপিক। তবে বলিউডে নয়, বাংলা ইন্ডাস্ট্রিতে। ছবির পরিচালক হৃষীকেশ মণ্ডল; তিনি জানিয়েছেন, টলিউডের এক জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রীর সঙ্গে কথা চলছে৷ তাকেই সম্ভবত দেখা যাবে রাণুর চরিত্রে। আর থাকবেন অতীন্দ্র৷ অর্থাৎ যিনি রাণুকে খুঁজে বার করেছিলেন, তিনিও থাকছেন এক গুরুত্বপূর্ণ চরিত্রে। আপাতত কথা চলছে অভিনেত্রীর সঙ্গে৷ পাকা হয়ে গেলেই রাণু কাহিনী ফুটে উঠবে বড় পর্দায়৷