বিজ্ঞাপন দিন

জলঢাকায় যুগ্মসচিবের উপস্থিতে বিনামূল্যে ‘ওয়ান ডে ওয়ান ওয়ার্ড’ এর খাতা বিতরণ

জল ডেস্ক : বর্তমান সরকারের বিগত ১০ বছরের শাসনামলে বিদ্যালয়ে গমনোপযোগী শিশুর শতভাগ ভর্তি, ঝরেপড়া রোধ, নিরক্ষরতা দূরীকরণ এবং শিক্ষার গুণগত মান উন্নয়নে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে। এরই ধারাবাহিকতায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সম্মানিত সচিব মো. আকরাম-আল-হোসেন ২৬ সেপ্টেম্বর, ২০১৮ মন্ত্রণালয়ের মাসিক সমন্বয় সভায় সব প্রাথমিক বিদ্যালয়ে ‘ওয়ান ডে ওয়ান ওয়ার্ড’ শিক্ষণ কার্যক্রম গ্রহণের জন্য নীতিগত সিদ্ধান্ত দিয়েছেন এবং বাংলাদেশের ৬৫ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে এ কার্যক্রম বাস্তবায়ন করার জন্য মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সব পর্যায়ের কর্মকর্তাকে নির্দেশনা দেন। তারই ধারাবাহিকতায় নীলফামারী জেলার জলঢাকা উপজেলার টেংগনমারী ক্লাস্টারের সকল শিক্ষার্থীদের মাঝে ‘ওয়ান ডে ওয়ান ওয়ার্ড’ তথ্য সংরক্ষণের জন্য বিনামূল্যে খাতা বিতরণ করা হয়। ক্লাস্টারের কাঠালী ইউসি সপ্রাবি তে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রম শুরুর মধ্যদিয়ে উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বাস্তবায়ন করা হবে। 

উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ সুজাউদ্দৌলার সভাপত্বিতে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মোঃ হাবিবুর রহমান, যুগ্মসচিব, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও পরিচালক, শিশু কল্যাণ ট্রাস্ট, ঢাকা মহোদয়, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মোঃ ওসমান গণি, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, নীলফামারী, জনাব মোঃ তাজুল ইসলাম মন্ডল, জনাব রিজওয়ানুল হক, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, নীলফামারী, জনাব নূর মোহাম্মদ, উপজেলা শিক্ষা অফিসার, জলঢাকা, নীলফামারী, সহ সকল সহকারী উপজেলা শিক্ষা অফিসার, এবং ক্লাস্টারের সকল প্রধান শিক্ষক। খাতা বিতরণ শেষে এ কার্যক্রমকে বেগবান রাখতে প্রধান অতিথি শিক্ষক ও কর্মকর্তাদের সাথে মত বিনিময় করেন। ক্লাস্টারের দায়িত্ব প্রাপ্ত সহকারী উপজেলা শিক্ষা অফিসার জনাব মোঃ আতাউল গনি ওসমানী বলেন, SLIP ফান্ডের সহায়তায় এ কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে এবং যুগ্মসচিব স্যারের উপস্থিতি ও সবার সঙ্গে মত বিনিময় এ কার্যক্রমকে আরও গতিশীল রাখবে বলে আমার বিশ্বাস।