বিজ্ঞাপন দিন

জলঢাকায় স্বাস্থ্য সেবার মান উন্নয়নে তিন মাসব্যাপী মৌলিক প্রশিক্ষণ অনুষ্ঠিত

আবেদ আলী বিশেষ প্রতিনিধিঃ "শেখ হাসিনা অবদান কমিউনিটি ক্লিনিক বাচায় প্রান" শ্লোগানটি ধারণ করে নীলফামারীর জলঢাকায় স্বাস্থ্য সেবার মান উন্নয়নের লক্ষে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচপিপি) এর তিন মাসব্যাপী মৌলিক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে কমিউনিটি বেইজড হেলথ কেয়ার (সিবিএইচসি) স্বাস্থ্য অধিদপ্তরের আয়োজনে ওই প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নীলফামারী সিভিল সার্জন ডাঃ রঞ্জিত কুমার বর্মন। উপজেলা প.প কর্মকর্তা ডাঃ জেড এ সিদ্দিকীর সভাপতিত্ব এসময় বক্তব্য রাখেন, ডাঃ সারোয়ার আলম, ডাঃ মেজবাহুল হাসান চৌধুরী ও ডাঃ মাহফুজুল হক সেনিন প্রমুখ। পরে প্রশিক্ষণে অংশগ্রহণকারী ২৫ জনের মাঝে সনদপত্র এবং প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীকে ক্রেস্ট প্রদান করে সিভিল সার্জন বলেছেন, বর্তমান সরকারের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। তাই মানুষের শতভাগ স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে নিজ নিজ দায়িত্বে মনোযোগী হওয়ার আহবান জানান তিনি। তিন মাসব্যাপীর এই প্রশিক্ষণে অংশগ্রহণ ছিল ২৫ জনের।