বিজ্ঞাপন দিন

জলঢাকায় মডেল ধর্মপাল ইউনিয়ন গড়ার প্রত্যয়ে শাহানুর সমর্থক গোষ্ঠীর মতবিনিময়

আব্দুল মালেক, নীলফামারী প্রতিনিধি : ইউপি নির্বাচনের প্রায় ১৮/২০ মাস থাকতেই শুরু হয়েছে গ্রামে গঞ্জে নির্বাচনীয় প্রচার প্রচারণা। এরেই ধারাবাহিকতায় নীলফামারীর জলঢাকার ০৫নং ধর্মপাল ইউনিয়নের গড়েরহাট এলাকার বাসিন্দা মনছের আলীর দ্বিতীয় ছেলে আমেরিকান প্রবাসী শাহানুর আলমের পক্ষে তার সমর্থক গোষ্ঠীর মতবিনিময়। পরিকল্পিত উন্নয়ন, সাম্প্রদায়িক ভালোবাসা, জনগনের অধিকার, শিক্ষা, চিকিৎসা ও সাংস্কৃতিক উন্নয়ন জনগনের সেবা নিশ্চিত করন এবং মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয়ে আগামী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার লক্ষে আমেরিকান প্রবাসী শাহানুর আলমের সমর্থক গোষ্ঠীর মতবিনিময় সভা অনুষ্টিত হয়। শুক্রবার বিকালে গড় ধর্মপাল এসসি উচ্চ বিদ্যালয় মাঠের ৪নং ওয়ার্ডের সর্বস্থরের জনগনের আয়োজনে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, মফেল উদ্দিন। এসময় স্বাগত বক্তব্য রাখেন, গড়ধর্মপাল এসসি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আলাকুন ইসলাম, এসসি উচ্চ বিদ্যালয়ের গর্ভনিং বডির সদস্য গুরুদাস চন্দ্ররায়, সমাজসেবক অনন্ত কুমার রায়, জহুরুল ইসলাম, গণ্যমান্য ব্যক্তি জিতেন্দ্র নাথ, আনছার কমান্ডার অলিয়ার রহমান সহ আরো অনেকে। 

শাহানুর আলম আমেরিকায় থাকায় তার পক্ষে মুল আলোচনা উপস্থাপন করেন, এসসি উচ্চ বিদ্যালয়ের মৌলভী শিক্ষক মহসিন আলী। উল্লেখ্য, শাহানুর আলম প্রায় ০৮ বছর ধরে আমেরিকায় কর্মস্থলে কর্মরত অবস্থায় নিজ গ্রাম তথা ধর্মপালে বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ডে ইউনিয়নবাসী উপলদ্ধি করতে পেরে, আগামী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী করার দাবীতে মতবিনিময় সভার আয়োজন করেন বলে বক্তারা জানান। পরিশেষে ভিডিও ফুটেজের মাধ্যমে জনগনের উদ্দেশ্যে বক্তব্য দেন আমেরিকা প্রবাসী শাহানুর আলম। আমেরিকান প্রবাসীর বক্তব্যে বলেন, আমার সঠিক উদ্দেশ্য ছয়টি পরিকল্পনা। এই পরিকল্পনায় কাজ করলে আগামীতে মডেল ইউনিয়নে পরিনত করা সম্ভব। পরিকল্পিত উন্নয়ন, সাম্প্রদায়িক ভালোবাসা, জনগনের অধিকার, শিক্ষা, চিকিৎসা ও সাংস্কৃতিক উন্নয়ন জনগনের সেবা নিশ্চিত করনে মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয়ে আপনাদেরকে শপদ হিতে হবে। এ উন্নয়ন আমার একার না, আমার আপনার সকলের উন্নয়ন।