বিজ্ঞাপন দিন

জলঢাকায় সমাজসেবা অফিসের অধিনে সুদ মুক্ত ক্ষুদ্র ঋন বিতরণ

এরশাদ আলম,জলঢাকা প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকায় সুদ মুক্ত ক্ষুদ্র ঋণ ২০১১/১২ সমাজসেবা অফিসের অধিনে ৪ টি ইউনিয়নে বিতরন করা হয়।বুধবার ১১ই সেপ্টেম্বর সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ক্ষুদ্র ঋণ গ্রহন কারি সকল সদস্য দের মাঝে বিতরণ করেন।বিতরণ কালে উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী অফিসার সুজাউদ্দৌলা,উপজেলা সমাজ সেবা অফিসার কে.এম আবু রায়হান।অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,জান মাহমুদ,সামিমা বেগমসহ অনেকে।যে সব ইউনিয়নের নতুন সদস্যদের মাঝে ঋণ বিতরন করেন,গোলনা ইউনিয়নের নবাবগঞ্জ বাজারের ১০ জন সদস্যকে ২ লক্ষ টাকা,শৌলমারী ইউনিয়নের মুন্সি পাড়ায় ১০ জন সদস্যকে ১ লক্ষ ৫০ হাজার টাকা,ডাউয়াবাড়ী ইউনিয়নের মাঝাপাড়ায় ১০ জন সদস্যকে ২ লক্ষ টাকা,বালাগ্রাম ইউনিয়নের হুদুর হাটে ৫ জন সদস্যকে ১ লক্ষ টাকা বিতরণ করেন।এব্যাপারে সদস্যদের উদ্দেশ্যে উপজেলা সমাজসেবা অফিসার বলেন,সরকারের এ অর্থ আপনারা ব্যাবসার কাজে বিনিয়োগ করে নিজেই সাবলম্বী হউন ।এতে করে আপনাদের পরিবারে উন্নয়ন হবে।এসময় উপজেলা নির্বাহী অফিসার ক্ষুদ্র ঋণ গ্রহন কারি দের উদ্দেশ্যে বলেন,সরকারের এ অর্থ আপনাদের ব্যাবসার কাজে লাগালে আপনারা যেমন উপকৃত হবেন তেমনি উন্নয়নের ধারা বজায় থাকবে।ব্যাসার মধ্যে পরিশ্রম ও সততা থাকলে ভাগ্যের উন্নয়ন ঘটবেই।