বিজ্ঞাপন দিন

জলঢাকায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকা উপজেলায় আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপুর্ন ও উৎসব মুখর পরিবেশে উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা করেছে উপজেলা প্রশাসন। এ উপলক্ষে বুধবার বিকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার সুজাউদ্দৌলা'র সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর। এসময় আরো উপস্থিত ছিলেন ভাইসচেয়ারম্যান গোলাম পাশা এলিচ, মনোয়ারা বেগম, অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ময়নুল হক, সাবেক মেয়র ইলিয়াস হোসেন বাবলু, উপজেলা জাতীয়পাটির সাধারন সম্পাদক অধ্যাপক মমিনুল ইসলাম মঞ্জু প্রমু্খ। সভায় ইউএনও সুজাউদ্দৌলা জানান, এবারে উপজেলায় ১ শত ৬৮টি মন্ডবে পুজা উদযাপন হবে। সনাতন ধর্মাবলম্বী সকলেই যেন উৎসবমুখর ও শান্তিপুর্ন পরিবেশে পুজা অর্চনা করতে পারে সেইলক্ষে উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন সর্বদা সজাগ রয়েছে। এছাড়াও সরকারের পক্ষ থেকে প্রতিটি মন্দিরে ৫ শত কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে সভায় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, পুলিশ প্রশাসন, পুজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ও মন্দির কমিটির সভাপতি সেক্রেটারি গন উপস্থিত ছিলেন।