বিজ্ঞাপন দিন

জলঢাকায় জমির সীমানা নির্ধারণের জেরে সংঘর্ষে আহত-১

রবিউল ইসলাম রাজ,স্টাফ রিপোর্টারঃ নীলফামারীর জলঢাকায় জমির সীমানা নির্ধারণের জেরে উভয়ের মধ্যে সংঘর্ষে একজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।২৭ অক্টোবর বিকেল বেলা উপজেলার বড়ঘাট চেংমারী হিন্দুপাড়ায় এ ঘটনা ঘটে।সরেজমিনে প্রত্যক্ষদর্শীরা জানায়,ওই এলাকার আব্দুলের ছেলে দবিরুল ইসলাম (৪৫) ও প্রতিবেশী আমিনুর রহমান (৭০) এর মধ্যে দীর্ঘদিন থেকে ভিটামাটি নিয়ে বিরোধ লেগে আছে। ঘটনার দিন স্থানীয় মেম্বারসহ স্থানীয় গ্রাম্য মাতব্বর তিন সার্ভেয়ার জমির সীমানা নির্ধারণ করে দিয়ে চলে যায়। পরে সীমানা নির্ধারণ মানা না মানা নিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে হাতাহাতিতে দবিরুল ইসলাম রক্তাক্ত জখম হয়। পরে স্থানীয়রা তাকে জলঢাকা হাসপাতালে ভর্তি করায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত দবিরুল চিকিৎসাধীন অবস্থায় আছে।দবিরুল ইসলামের পরিবার বলেন,আমিনুর ও তার তিন ছেলে সবাই বুদ্ধি পরামর্শ করে দবিরুলকে বেধরক পিটিয়েছে। এতে দবিরুল নাক ভেটে রক্তাক্ত জখম হয়েছে।প্রতিপক্ষ আমিনুর রহমান জানায়,আমার জমিতে গাছ তারা নষ্ট করতে বলে। জমি মেফে যদি তারা জমি পায় তাহলে গাছটি উঠে ফেলবো।কিন্তু তারা সেটা না করে ক্ষমতা আমাদের মারতে আসে কেন। দবিরুল ও তার ভাইয়েরা আমাদের বাড়িতে হামলা করার সময় উসটা খেয়ে পরে সে (দবিরুল) তার নাকে আঘাত পেয়েছে। তাছাড়া এখানে তেমন কিছু হয়নি।