বিজ্ঞাপন দিন

জলঢাকায় পকেট কমিটি দিয়ে বিএনপির সম্মেলন ॥ তৃণমুল নেতাকর্মীদের ক্ষোভ

ফরহাদ ইসলাম,জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি ঃ নীলফামারীর জলঢাকায় পকেট কমিটি দিয়ে উপজেলা ও পৌর বিএনপির কমিটি সম্মেলনেরর মাধ্যমে গঠনের অভিযোগ উঠেছে। এ নিয়ে তৃণমুল বিএনপির নেতাকর্মীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তৃণমুল নেতাকর্মীদের অভিযোগ ইউনিয়ন ও পৌর বিএনপির ওয়ার্ড পর্যায়ে আনুষ্ঠানিক ভাবে সম্মেলন না করে ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে একক আদিপাত্যবিস্তার করে পৌর মেয়র ফাহমিদ ফয়সাল চৌধুরী কমেট ঘরে বসে তার পছন্দের লোকজন দিয়ে কমিটি গঠন করেছে বলে জানান তারা। বিএনপির একটি অংশের অভিযোগ, গত বৃহস্পতিবার (৩ অক্টোবর) পৌরশহরে উপজেলা বিএনপির সদস্য সচিব ময়নুল ইসলামের ব্যক্তিগত মিল চাতালে উপজেলা ও পৌর বিএনপির একটি বড় অংশকে বাদ দিয়ে দ্বী-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে ক্ষমতাসীন দলের আর্শিবাদ পুষ্ট পৌর মেয়র ফাহমিদ ফয়সাল চৌধুরী কমেটকে সভাপতি ও এক সময়ের জাতীয় পার্টির নেতা ময়নুল ইসলামকে সাধারন সম্পাদক করে উপজেলা কমিটি গঠন করা হয়। এ দিকে একই দিনে এবং একই স্থানে সদ্য জাতীয় পার্টিতে যোগদানকারী ও এলাকার চিহ্নিত দাদন ব্যবসায়ী রশিদুল ইসলাম বাঙ্গালীকে পৌর সভাপতি ও গোলাম সারোয়ার ভুট্টুকে সাধারণ সম্পাদক করে পৌর কমিটি গঠন করা হয়। সদ্য ঘোষিত উপজেলা ও পৌর কমিটি প্রত্যাক্ষান করে পৌর বিএনপির সাবেক আহবায়ক আহম্মেদ সাঈদ ডিডু চৌধুরী বলেন,‘‘দলের ঘঠনতন্ত্র অনুয়ায়ি এ কমিটি গঠন করা হয়নি। এছাড়াও যাদেরকে কমিটিতে অন্তরর্ভুক্ত করা হয়েছে তারা সকলেই বিতর্কিত এবং তাদের বিরুদ্বে বিভিন্ন অভিযোগ রয়েছে।’’ নীলফামারী জেলা বিএনপির যুগ্ন-আহবায়ক ও সাবেক জলঢাকা উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ সৈয়দ আলী সাংবাদিকদের জানান,‘‘জলঢাকার তৃণমুল বিএনপি যে অভিযোগ করেছেন তা যৌক্তিক। তিনি আরও জানান,জেলা কমিটির ২-৩ জন ছাড়া বড় একটি অংশ এ সম্মেলনে অংশ নেননি।’’ অভিযোগের বিষয়ে জানতে চাইলে নব গঠিত উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ময়নুল ইসলাম মুঠোফোনে সাংবাদিকদের বলেন,‘‘ রিপোর্টে কি লিখবেন না লিখবেন সেটা আপনাদের ব্যাপার।’’ এ কমিটির সভাপতি পৌর মেয়র ফাহমিদ ফয়সাল চৌধুরী কমেট এর সঙ্গে মোবাইলফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তৃণমুলের বৃহৎ একটি অংশ সম্মেলনে না থাকার বিষয়টি স্বীকার করে নীলফামারী জেলা বিএনপির সদস্য সচিব জহুরুল ইসলাম বলেন,‘‘কাউন্সিলররা যদি বিতর্কিত ব্যক্তিদের স্থান দেন তাহলে আমাদের কি করার আছে।’’