বিজ্ঞাপন দিন

জলঢাকায় বাল্যবিবাহ ও নারী শিশু নির্যাতন বন্ধে উঠান বৈঠক অনুষ্ঠিত

জলঢাকা (নীলফামারী) সংবাদদাতাঃ "শেখ হাসিনার সহায়তায় - তথ্য আপা পথ দেখায়" এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর জলঢাকা উপজেলায় বাল্যবিবাহ ও নারী শিশু নির্যাতন বন্ধে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকালে উপজেলার কাঠালী ইউনিয়নের উত্তর দেশীবাই সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্পের (২য় পর্যায়) আওতায় এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সুজাউদ্দৌলা। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কেএম আবু রায়হান, ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন তুহিন, তথ্য সেবা কেন্দ্রের তথ্য আপা কর্মকর্তা মাসুদা আকতার, তথ্য সহকারি জিন্নাত বিপাশা ও রেজিনা মোবাস্বিরা প্রমুখ। বৈঠকে গ্রামীন নারী শিশু নির্যাতন বন্ধ ও বাল্যবিবাহ রোধে করণীয় সম্পর্কে আলোচনা করা হয়। উপজেলা তথ্য আপা কেন্দ্রের আয়োজনে বৈঠকে সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, তথ্য কেন্দ্রের কর্মকর্তা কর্মচারি ও ৫০জন নারী উপস্থিত ছিলেন।