বিজ্ঞাপন দিন

জলঢাকায় লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক কর্মশালা প্রস্তুতি সভা অনুষ্ঠিত

রাশেদুজ্জামান সুমন, জলঢাকা প্রতিনিধিঃ নীলফামারী জলঢাকায় স্থানীয় ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী সংক্রান্ত প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা হলরুমে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আয়োজনে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার সুজা উদ্দৌলা, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আনছার আলী মিন্টু, সাধারণ সম্পাদক শহীদ হোসেন রুবেল, মুক্তিযোদ্ধা কমান্ডার হামিদুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম পাশা এলিচ, মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা বেগম, মৎস্য কর্মকর্তা মাহমুদুল হাসান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আবাসিক কর্মকর্তা ডাঃ মোঃ আবু তাহের, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড এর আহ্বায়ক আসাদুজ্জামান স্টালিন, রিপোর্টার্স ইউনিটির সভাপতি মৃত্যুঞ্জয় রায়, সাধারণ সম্পাদক শাহজাহান কবির লেলিন প্রমূখ। নির্বাহী অফিসার সুজা উদ্দৌলা বলেন, আগামী ৩ ও ৪ নভেম্বর দুই দিন ব্যাপি এ মেলা চলবে। তৃণমূল পর্যায়ে প্রযুক্তিগত ভাবে এগিয়ে যাওয়ার লক্ষ্যে এ মেলার আয়োজন। এতে সকল সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সহ স্ব-উদ্যোগে ব্যক্তি প্রতিষ্ঠানও অংশগ্রহণ করতে পারবে।