বিজ্ঞাপন দিন

জলঢাকায় উজ্জ্বল ভবিষ্যৎ কুড়াতে আলোর কণা"

রবিউল ইসলাম রাজ,জলঢাকা (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকায় পিছিয়ে পড়া শিশুদের উজ্জ্বল ভবিষ্যৎ কুড়াতে 'আলোর কণা ফ্রি পাঠদান কেন্দ্র’।জলঢাকা শহর থেকে ৩ কিলোমিটার দূরে উত্তর কোনে পৌর শহরের দুন্দিবাড়ি মাইজালীপাড়া গ্রামে অবস্থিত।২০১৩ সালে আলোর কণা নামে একটি সামাজিক সংগঠনের আবির্ভাব ঘটায় একদল যুবক-যুবতী। শুরু থেকে এ সংগঠনের মাধ্যমে বিভিন্ন সমাজ উন্নয়ন মুলক কর্মকান্ড পরিচালনা করা হয়।২০১৫ সালে এ সংগঠনের আওতায় ৫ জন শিক্ষার্থী নিয়ে ফ্রি পাঠদান কেন্দ্র চালু হয়। বর্তমানে কেন্দ্রে শিক্ষার্থীর সংখ্যা প্রায় ১ হাজার। এ কেন্দ্রে ১ম-৬ষ্ট শ্রেণীর ছাত্র ছাত্রীরা ফ্রিতে পাঠদান পেয়ে থাকে।এছাড়া শিক্ষার্থীদের উৎসাহ প্রদানে কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন, হাতের সুন্দর লেখা,কুইজ প্রতিযোগিতাসহ উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা আয়োজন করে প্রতিষ্ঠান প্রধানরা ।এবং প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কারও দেয়া হয়। বিভিন্ন জাতীয় দিবসও পালন হয়ে থাকে। টিনের দু-চালা বিশিষ্ট বাঁশের বেড়ায় ঢাকা কেন্দ্রটিতে রয়েছে একটি গ্রন্থাগার,সততা স্টোর ও মানবতার দেয়াল। এমন তথ্য নিশ্চিত করেন আলোর কণার প্রতিষ্ঠাতা পরিচালক ফুরাদ হোসেন। তিনি আরও জানায় প্রতি সপ্তাহের মত এ সপ্তাহে কুইজ প্রতিযোগিতা হয়েছে। বিজয়ী শিশুদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়েছে। এসময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জলঢাকা উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম।তিনি বলেন,আলোর কণার কার্যক্রম নিঃসন্দেহে ভালো।এখানে দরিদ্র পরিবারের শিশুরা বিনামূল্যে পাঠদান পেয়ে থাকে। এ কার্যক্রম অব্যাহত রাখতে সকলের এগিয়ে আসা উচিৎ বলে আমি মনে করি।