বিজ্ঞাপন দিন

ডোমারে দুর্গাপূজা উপলক্ষে আইন শৃংখলা বিষয়ক প্রস্তুতিমূলক সভা ও চাল,টাকা বিতরণ

রতন কুমার রায়,ডোমার-নীলফামারীঃ নীলফামারীর ডোমারে দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন শৃংখলা বিষয়ক প্রস্তুতিমূলক সভা ও পুজা মন্ডপে চাল,টাকা বিতরণ করা হয়েছে। বৃহষ্পতিবার বিকেলে ডোমার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে আইন শৃংখলা বিষয়ক প্রস্তুতিমূলক সভা ও জিআর প্রকল্পের চাল এবং টাকা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,নীলফামারী-১ আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার। উপজেলা নির্বাহী অফিসার উম্মে ফাতিমার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,ডোমার উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ, ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার,বেগম রৌশন কানিজ, অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজার রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিয়াউর রহমান,পৌরসভার প্যানেল মেয়র এনায়েত হোসেন নয়ন, উপজেলা পুজা উদযাপন কমিটির আহবায়ক রাম কৃষ্ণ বর্মন,যুগ্ম আহবায়ক অমরজিৎ সিংহ প্রমূখ। এ ছাড়াও উপজেলার ৯৫টি দুর্গামন্ডবের সভাপতি এবং সাধারন সম্পাদক উপস্থিত ছিলেন। উপজেলার ১০টি ইউনিয়ন একটি পৌরসভায় মোট ৯৫টি দুর্গাপূজা মন্ডপে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রনালয়ের দেয়া ৪৭.৫০০মেঃটন চাল,স্থানীয় এমপি’র ব্যাক্তিগত তহবিল থেকে ৯৫হাজার টাকা এবং উপজেলা পরিষদের পক্ষ থেকে সাড়ে ৪৭হাজার টাকা বিতরণ করা হয়।