বিজ্ঞাপন দিন

নীলফামারী বড় মাঠ রক্ষার দাবীতে বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

আব্দুল মালেক, নীলফামারী প্রতিনিধি : চার মাস ধরে বাণিজ্য মেলার নামে বে-দখল করার প্রতিবাদে বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান করেছে নীলফামারীর সর্বস্থরের মুক্তিযোদ্ধা, সেচ্ছাসেবী সামাজিক সংগঠন "আলো" ও সচেতন নাগরিক। মঙ্গলবার দুপুরে বড় বাজার ট্রাফিক মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। মিছিলের নেতৃত্ব প্রদান করে জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন। মিছিল শেষে জেলা প্রশাসকের কার্যালয় এসে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, জেলা সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিল, সদর উপজেলার সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম, শ্রমিক নেতা মহিউদ্দিন মহি, সমাজ সেবক খয়রাত হোসেন ও সামাজিক সংগঠন "আলোর" সাধারণ সম্পাদক মাহমুদ আল হাসান রাফিন। এসময় বক্তারা বলেন, ঐতিহ্যবাহী টাউনক্লাবের বড় মাঠটি জেলা শহরের মানুষদের স্বস্তির নিঃশ্বাসের একমাত্র জায়গা। এ মাঠে একসময় একসঙ্গে চারটি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হতো। এখন মাঠের যে অবস্থা দিন দিন বেদখল হয়ে যাচ্ছে। বক্তারা আরো বলেন, নীলফামারী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলার নাম করে চলতি বছরের জুন মাসের মাঝামাঝি থেকে অদ্যবধি চার মাস মাঠটি বেদখল করে। বাণিজ্য মেলার নামে মাঠটি বেদখল থাকলেও নতুন করে বাণিজ্য মেলায় সার্কাস ও মোটরসাইকেল খেলা চালাচ্ছে মেলা কতৃপক্ষ। যার ফলে মাঠের কিছু অংশে গভীর গর্ত থাকায় জনসাধারণের চলাচলে ভোগান্তি পোহাতে হচ্ছে। বাণিজ্য মেলা, সার্কাস ও মোটরসাইকেল খেলা বন্ধ করে মাঠটিকে অবমুক্ত করার দাবী জানান বক্তারা। অনুষ্ঠান শেষে জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট খন্দকার নাহিদ হাসানের হাতে স্মারকলিপি তুলে দেন বিক্ষোভকারীরা।