বিজ্ঞাপন দিন

নীলফামারীতে পুলিশের মাসিক কল্যাণ সভায় সম্মাননা স্মারক ও বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত

আব্দুল মালেক, নীলফামারীঃ নীলফামারী জেলা পুলিশ ফোর্স এর মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। রোববার (২৭ অক্টোবর) দুপুরে পুলিশ লাইন্স অডিটোরিয়ামে পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন,(পিপিএম) এর সভাপতিত্বে মাসিক কল্যাণ সভায় পুলিশ ফোর্সের সামগ্রিক কল্যাণ সংক্রান্ত বিষয় আলোচনা ও বিভিন্ন বাস্তবায়নের সিদ্ধান্ত গৃহিত হয়। কল্যাণ সভায় বদলি জনিত বিদায় উপলক্ষে অতিরিক্ত পুলিশ সুপার (ইন-সার্ভিস) ট্রেনিং সেন্টার, মোঃ মশিউর রহমান মণ্ডল, নীলফামারী ও পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) ডোমার সার্কেল অফিস, মোঃ মোকছেদ আলী কে বিদায়ী সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান করেন পুলিশ সুপার। এছাড়াও পুলিশ কনস্টেবল, শ্রী গোপাল চন্দ্র রায়,অবসরজনিত বিদায় উপলক্ষে সম্মাননা স্মারক ও ক্রেস্ট প্রদান করা হয়। মাসিক কল্যাণ সভায় গত সেপ্টেম্বর মাসের কর্ম মূল্যায়ণে,শ্রেষ্ঠ অফিসার, শ্রেষ্ঠ ফোর্স এবং ভালো কাজের কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ব্যক্তিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসেবে নির্বাচিত হয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার,সৈয়দপুর (সার্কেল) অশোক কুমার পাল, (পিপিএম)। কিশোরগঞ্জ থানার শ্রেষ্ঠ ওসি, এম হারুন অর রশিদ, জলঢাকা থানার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার এসআই এবি এম বদরুদ্দোজা, সৈয়দপুর থানার এসআই জনাব মোঃ সাহিদুর রহমান, ট্রাফিক অফিসার মোঃ বরকতুল্লাহ ও সদর থানার আব্দুল মালেক কে শ্রেষ্ঠ এএসআই (নিরস্ত্র) হিসেবে সম্মাননা ক্রেস প্রদান কর হয়। বিশেষ কৃতিত্বপূর্ণ অবদান রাখার জন্য নীলফামারী সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) মাহমুদ উন-নবী, উপ-পুলিশ পরিদর্শক জেলা গোয়েন্দা শাখার মোহাম্মদ রেজানুর রহমান ও কনস্টেবল সোহেল মাতব্বরকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এছাড়াও সাংবাদিকতায় বিশেষ কৃতিত্বপূর্ণ অবদান রাখার জন্য পল্লী টিভি, দৈনিক প্রথম ভোর, দৈনিক আমাদের কণ্ঠ পত্রিকার নীলফামারী‌ জেলা প্রতিনিধি ও স্থানীয় সাপ্তাহিক ন্যায়ের ভাষা পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক আব্দুল মালেককে সম্মাননা প্রদান করেন জেলা পুলিশ সুপার । সভায় জেলার অপরাধ পরিসংখ্যান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি,অপরাধ নিবারণ, মামলা রুজু ও নিষ্পত্তি পর্যালোচনা এবং গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলা সমূহের তদন্তের অগ্রগতি আলোচনা করা হয়। সভায় অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার মোহাম্মদ আতিকুর রহমান সহ অন্যান্য সহকারী পুলিশ সুপারগণ,পুলিশ পরিদর্শকগণ ও বিভিন্ন পদবীর অফিসার-ফোর্স এসময় উপস্থিত ছিলেন।