বিজ্ঞাপন দিন

নীলফামারী জেলার ৭১এর সহযোগী মুক্তিযোদ্ধা নতুন অফিসের মিলাদ ও আলোচনা সভা

আব্দুল মালেক, নীলফামারী প্রতিনিধিঃ ৭১ এর সহযোগী মুক্তিযোদ্ধা পরিষদের নীলফামারী জেলার নতুন অফিসের মিলাদ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ আসর সার্কিট হাউজ মোড় নতুন বাজার সড়ক সংলগ্ন জেলা অফিস কার্যালয়ে মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৭১ এর সহযোগী মুক্তিযোদ্ধা পরিষদের কেন্দ্রীয় কমিটির অর্থ বিষয়ক সম্পাদক মোঃ সফিয়ার রহমান। ফুট অফিস জামে মসজিদের ইমাম মাওলানা লিয়াকত আলী মিলাদ ও দোয়া পাঠ করেন। মিলাদ ও দোয়া মাহফিল শেষে আলোচনা সভায় বক্তব্য রাখেন, মোঃ সফিয়ার রহমান। এ-সময় ৭১ এর সহযোগী মুক্তিযোদ্ধা পরিষদের জেলা কমিটির সহসভাপতি মোঃ আনোয়ার হোসেন শাহ ফকির, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, জেলা অর্থ বিষয়ক সম্পাদক কৃষ্ণ কান্তি সিংহ রায়, সাংগঠনিক সম্পাদক সৈয়দ আলী (বাহাদুর), ধর্ম বিষয়ক সম্পাদক কাজী এহসানুল হক বুলু, জেলা দপ্তর সম্পাদক আব্দুল হামিদ, সহকারী দপ্তর সম্পাদক আমিনুর রহমান, সদর উপজেলার সাংগঠনিক সম্পাদক কবির হোসেন, সৈয়দপুর উপজেলার সভাপতি শেখ মাহবুবর রহমান দুলু, সহযোগী সদস্য কাজী এনায়েত কবির লুলু, ইউপি সদস্য আবু মুছা মামুদ ও আজিজার রহমান সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন । প্রধান অতিথির বক্তব্যে সফিয়ার রহমান প্রধানমন্ত্রীর শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে বলেন, বঙ্গবন্ধুর আদর্শকে সারাবিশ্বে প্রতিষ্ঠিত করার জন্য সরকার নিবন্ধন দিয়েছেন। যার বলে আমরা ৭১ এর মুক্তিযুদ্ধের সময় যাঁরা মুক্তিযোদ্ধাদের সহযোগিতা করেছিলো, গ্রামে গঞ্জে তাদেরকে খুঁজে বের করে সংগঠনের আওতাভুক্ত করার আহবান জানান।