মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ নীলফামারীর ডোমার উপজেলায় শিশুরোগ ও হাম রোগীর তথ্য সংগ্রহের লক্ষে দিনব্যাপী ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ ইব্রাহিম। আরো উপস্থিত ছিলেন সিভিল সার্জন অফিসের এসআইএমও ডাঃ কামরুল হাসান, আবাসিক মেডিকেল অফিসার -ডাঃ রায়হান বারী ও স্বাস্থ্য পরিদর্শক বেলাল উদ্দীন প্রমুখ। এসময় স্বাস্থ্যকর্মকর্তা ডাঃ ইব্রাহীম উপজেলার প্রতিটি পাড়া ও মহল্লায় হাম রোগী আছে কিনা তা খুজে বের করে তালিকা তৈরী করার আহবান জানান। এছাড়াও উপজেলায় হাত পা অবশ হয়ে যাওয়া শিশু খুজে বের করে তার চিকিৎসা প্রদানের কথা বলেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে অনুষ্ঠানে জেলা ও উপজেলার চিকিৎসকগন ও ৫০ জন স্বাস্থ্যকর্মী উপস্থিত ছিলেন।