বিজ্ঞাপন দিন

অভিভাবক সদস্য নির্বাচনকে ঘিরে পাল্টাপাল্টি অভিযোগ

স্টাফ রিপোর্টারঃ নীলফামারীর জলঢাকায় প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠনের নিমিত্তে শুরু হয়েছে নির্বাচনী প্রক্রিয়া। গত ৯ হতে ১৮ অক্টোবর ছিলো ফরম সংগ্রহ ও জমা দেওয়ার শেষ দিন। আর এই নির্বাচনকে কেন্দ্র করে পশ্চিম বালাগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রার্থীদের মধ্যে চলছে দৌড়ঝাঁপ এবং অভিযোগ ও পাল্টা অভিযোগ পাওয়া গেছে। অভিভাবক সদস্য প্রার্থী দেলোয়ার হোসেন জানায়, আমিসহ আরও তিনজন আমরা নির্দিষ্ট সময়ের মধ্যে ফরম জমা দিয়েছি। যার প্রত্যয়নপত্র ওই প্রতিষ্ঠানের শিক্ষক আমাদেরকে দিয়েছে। এদিকে আরেকটি পক্ষের প্রার্থী মহসিন স্কুল প্রধানের বিরুদ্ধে পাল্টা অভিযোগের তীর ছুড়ে বলেন, নির্বাচনী কোনও প্রচার - প্রচারণা হয়নি আমরা জানবো কি করে। সেকারনে ফরম নিতে পারিনি। তাই আমরা নতুন করে তফসিল ঘোষণার জন্য সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ করেছি। এবিষয়ে পূর্ব বালাগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুজ্জামানের সাথে কথা হলে তিনি জানান, আমার স্কুলে ফরম নিয়েছে ৮ জন। নির্ধারিত সময়ের মধ্যে জমা দিয়েছেন ৪ জন। আর বাকি ৪জন নির্দিষ্ট সময়ের মধ্যে ফরম জমা না দিয়ে পরবর্তীতে উল্টো আমার ঘাড়ে দোষ চাপিয়ে আমার উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অভিযোগ দিয়েছেন। আমি তো নীতিমালার বাহিরে যেতে পারবো না। প্রতিষ্ঠানটির সহকারী শিক্ষকরা বলেছেন, মহসিন ফরম সংগ্রহের শেষ দিন ৪টি ফরম নিয়ে জমা না দিয়ে দলবদ্ধ হয়ে স্কুলে এসে স্যারকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এব্যাপারে বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নুর মোহাম্মদ'র সাথে কথা হলে তিনি জানায়, অভিযোগ পেয়েছি তদন্ত হয়েছে। আমারও সাব কথা নীতিমালার বাহিরে যেতে পারবো না।