বিজ্ঞাপন দিন

কিশোরগঞ্জে উপজেলা আ’লীগের কাউন্সিলে সভাপতি বাবুল ও সাঃ সম্পাদক মশিউর নির্বাচিত




ভ্রাম্যমান সংবাদদাতাঃ নীলফামারী কিশোরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কাউন্সিলে জাকির হোসেন বাবুল সভাপতি ও মশিউর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। কিশোরগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ে ত্রি-বার্ষিক কাউন্সিলে স্বচ্ছ ও গোপন ব্যালটের মাধ্যমে নির্বাচন সম্পন্ন হয়। গত মঙ্গলবার সকাল ১০টা হতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে কাউন্সিলর ও আওয়ামী লীগসহ এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতি ছিল চোখে পরার মত। দীর্ঘ ১৩ বছর পর উপজেলা আওয়ামী লীগের কাউন্সিল অনুষ্ঠিত হওয়ায় কাউন্সিলদের মাঝে ব্যাপক উৎসাহ দেখা গেছে। সভাপতি পদে ৩জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করেন। উপজেলা আ’লীগের সাবেক সাঃ সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান জাকির হোসেন বাবুল ২শত, ৩ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী ছিলেন এছরারুল হক, তিনি পেয়েছেন ১শত, ৩০ ভোট, আমিরুল ইসলাম আমির তিনি পেয়েছেন ৭ ভোট। অপরদিকে সাধারণ সম্পাদক পদে ৫জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করেন। সাবেক তুখোর ছাত্রনেতা মশিউর রহমান ৯৯ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী ছিলেন রফিকুল ইসলাম সাজু, তিনি পেয়েছেন ৯৬ ভোট, আতাউর রহমান শাহ্ ৭৮ভোট, পতিরাম ৫৪ ভোট ও আবু আলম ১২ ভোট পেয়েছেন। কাউন্সিলে ৩শত, ৪১জন কাউন্সিলর তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সন্ধ্যা সাড়ে ৬টায় ভোট গ্রহণ শুরু হয়ে তা রাত ৯টা পর্যন্ত চলে। কাউন্সিলে এছরারুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি দেওয়ান কামাল আহম্মেদ, প্রধান বক্তা ছিলেন- জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মমতাজুল হক অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাকির হোসেন বাবুল।