বিজ্ঞাপন দিন

জলঢাকায় আন্তজার্তিক কন্যা শিশু দিবস উপলক্ষে র‍্যালি ও মানববন্ধন

মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ "আজকের শিশু আনবে আলো - বিশ্বটাকে রাখবে ভালো" এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর জলঢাকা উপজেলায় আন্তজার্তিক কন্যা শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ পালন করা হয়েছে। এ উপলক্ষে আজ সোমবার দুপুরে উপজেলা শহরের বঙ্গবন্ধু চত্বরে মানববন্ধন করে উপজেলা যুব নেটওয়ার্ক। পরে মানববন্ধন শেষে বঙ্গবন্ধু চত্বর থেকে একটি র‍্যালি বের হয়ে বাজার প্রদক্ষিণ করে জিরোপয়েন্ট মোড়ে গিয়ে শেষ হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সুজাউদ্দৌলা। ইউএসএস প্রজেক্ট কো-অর্ডিনেটর ফরিদা বেগমের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন ইউএসএস এর টেকনিকাল অফিসার আব্দুর রহিম, ল্যাম্ব শো প্রকল্পের ফিল্ড কো-অর্ডিনেটর সফিয়ার রহমান, প্লানের ইয়ুথ এ্যাডভাইজার প্যানেল এনামুল হক, যুব নেটওয়ার্কের দিপ্তী রায়, আল আমিন খান, রবিসঙ্কর ও জাহাঙ্গীর আলম প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে ইউএনও সুজাউদ্দৌলা বলেন, বর্তমান সময়ে শুধু বাংলাদেশ নয় গোটা পৃথিবী জুড়ে পুরুষের পাশাপাশি নারীরাও নিজ নিজ দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করছে। তাই তিনি ছেলেদের পাশাপাশি কন্যা সন্তানদেরও উচ্চ শিক্ষায় শিক্ষিত করার আহবান জানান। উদয়াঙ্কুর সেবা সংস্থা ও প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগীতায় উপজেলা যুব নেটওয়ার্ক এর আয়োজন করে