বিজ্ঞাপন দিন

জলঢাকায় আন্তঃ উপজেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ "এসো সবাই ফুটবল খেলি - মাদকমুক্ত সমাজ গড়ি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর জলঢাকা উপজেলায় আন্তঃ উপজেলা নক-আউট ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। সামাজিক সংগঠন পথের আলোর আয়োজনে শুক্রবার বিকেলে উপজেলার বালাগ্রাম ইউনিয়নের বালাগ্রাম উচ্চ বিদ্যালয় মাঠে এই খেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সুজাউদ্দৌলা। প্রধান অতিথি ছিলেন আন্তজার্তিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের সিনিয়র প্রসিকিউটর তুরিন আফরোজ। ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম লিপনের সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন, থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান, উপজেলা আ'লীগের সভাপতি আনছার আলী মিন্টু, সাধারন সম্পাদক সহীদ হোসেন রুবেল, পৌর আ'লীগের সাধারন সম্পাদক আব্দুল মজিদ, ইউনিয়ন আ'লীগের সভাপতি আব্দুর রশীদ, সাধারন সম্পাদক ধীরেন্দ্রনাথ রায়, যুবলীগ নেতা এনামুল হক ও পলাশ চন্দ্র রায় প্রমু্খ। উদ্বোধন কালে প্রধান অতিথি বলেন, যুবসমাজকে খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত সমাজগঠনে এগিয়ে আসার আহবান জানান। উদ্বোধনী খেলায় খুটামারা ইউনিয়ন একাদশ ১ - ০ গোলে গোলনা একাদশকে পরাজিত করে। সামাজিক সংগঠন পথের আলোর আয়োজনে টুর্নামেন্টে উপজেলার ৮টি দল অংশগ্রহন করছে