বিজ্ঞাপন দিন

জলঢাকা হাসপাতালে এক যুবকের ডেঙ্গু জ্বর শনাক্ত

রবিউল ইসলাম রাজ,জলঢাকা প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকা হাসপাতালে জ্বর নিয়ে চিকিৎসাধীন এক যুবককে ডেঙ্গু রোগী হিসেবে শনাক্ত করা হয়েছে।ওই রোগী জ্বর নিয়ে গতকাল শনিবার সন্ধ্যায় হাসপাতালে ভর্তি হন। জ্বরের ধরন ও অন্যান্য উপসর্গ দেখে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকেরা ডেঙ্গুর বিষয়টি নিশ্চিত হন।ডেঙ্গুতে আক্রান্ত ব্যক্তি হলেন জলঢাকা পৌর এলাকার তবিবর রহমানের ছেলে গোলাম মোস্তফা (২৬)।সে হাসপাতালের পুরুষ ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় আছে।রোগী গোলাম মোস্তফা জানায়,আমি ঢাকা শহরে রিক্সা চালাতাম। যাত্রাবাড়ীতে একটি মেসে ৮০-১০০ জনের মত একসাথে ছিলাম। কিন্তু তিনদিনের মধ্যে হঠাৎ কম-বেশী সবাইরে জ্বর দেখা যায়।এরপর সবাই জ্বর নিয়ে গ্রামের বাড়ী চলে যাই।পরে জানতে পারি,আমার মত অনেকেরে ডেঙ্গু রোগ হয়েছে।রোগীর স্বজনেরা বলেন,মোস্তফা তিন দিন আগে জ্বরে আক্রান্ত হন।প্রচণ্ড জ্বর নিয়ে সে শনিবার ঢাকা থেকে বাড়িতে আসে। এবং সন্ধ্যায় জলঢাকা হাসপাতালে ভর্তি করাই।পরে চিকিৎসকেরা তাঁর ডেঙ্গু জ্বর হয়েছে বলে জানান।হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান,একজন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে।অপর একজন পরীক্ষা নিরীক্ষার জন্য নির্দেশনা দেয়া হয়েছে।তাঁরা পর্যবেক্ষণে আছে।