বিজ্ঞাপন দিন

কুড়িগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যানের প্রতীকী দায়িত্বে মুনিরা

মর্তুজা ইসলামঃ একদিনের জন্য কুড়িগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যানের প্রতীকী দায়িত্ব পালনের মধ্য দিয়ে দশম শ্রেণির ছাত্রী মেহজাবিন মুনিরা অর্জন করল এক বিরল অভিজ্ঞতা। শুরুতেই জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জাফর আলী ফুল দিয়ে শুভেচ্ছা জানান মুনিরাকে এরপর সকলের সাথে পরিচয় করিয়ে দেন তিনি। ১১ অক্টোবর আন্তর্জাতিক কন্যা শিশু দিবস উদযাপন উপলক্ষ্যে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ গার্লস টেকওভার এর আয়োজন করে থাকে। এই ’গার্লস টেকওভার’ শীর্ষক আয়োজনের মধ্য দিয়েই মুনিরা প্রতীকীভাবে ১ অক্টোবর ২০১৯ তারিখে কুড়িগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করে। গার্লস টেকওভার এর উদ্দেশ্য হলো কন্যা শিশুদেরকে নেতৃত্ব প্রদানকারী ভূমিকা পালন করতে সহায়তা করা যাতে করে তার আত্ম-বিশ্বাস বাড়ে এবং সে নিজের স্বপ্ন পূরণে অঙ্গীকারাবদ্ধ হয়। দায়িত্বপ্রাপ্ত হয়ে মুনিরা বিভিন্ন সংস্থা এবং সংগঠন কর্তৃক আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহন করেন। প্রথমেই মুনিরা এমজেএসকেএস কর্তৃক আয়োজিত জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন উপলক্ষ্যে আয়োজিত র‍্যালিতে অংশগ্রহন শেষে আলোচনা সভায় অংশগ্রহন করে।পরে চ্যানেল আই এর ২১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে অংশ নেয় মুনিরা। প্রতীকী দায়িত্ব পালন কালে মুনিরা খলিলগঞ্জ স্কুল এন্ড কলেজ কর্তৃক আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় উপস্থিত থেকে বিতার্কিকদের মতামত জানার মধ্য দিয়ে বাল্যবিবাহের ক্ষতিকর পরিণতি এবং কিশোরী ও যুবা নারীদের ক্ষমতায়নের বিভিন্ন বিষয় সম্পর্কে নিজের মতামত প্রদান করে। এসময় বাল্যবিবাহ বন্ধ করার জন্য সকলকে এগিয়ে আসার অনুরোধ করে সে। কন্যা শিশুদের অধিকার রক্ষায় কাজ করা মুনিরার কাছে নতুন বিষয় নয়। স্কুলে যাতে কন্যাশিশুদের জন্য একটি বন্ধুসুলভ পরিবেশ বজায় থাকে সে লক্ষ্যে মুনিরা তার স্কুলের সহপাঠীদের সাথে নিয়ে বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহন করে। তার এলাকায় বাল্যবিবাহ বন্ধে জোরালো ভূমিকা পালন করা ছাড়াও বিভিন্ন ধরনের সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহন করে।