বিজ্ঞাপন দিন

জলঢাকায় জাতীয় স্যানিটেশন মাস ও হাত ধোয়া দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

জলঢাকা (নীলফামারী) সংবাদদাতাঃ "সকলের জন্য উন্নত স্যানিটেশন-নিশ্চিত হোক সুস্থ জীবন” ও সকলের হাত, পরিচ্ছন্ন থাক” এই প্রতিপাদ্যেকে সামনে রেখে নীলফামারীর জলঢাকা উপজেলায় জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে।এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে জয়েন্ট এ্যাকশন ফর নিউট্রিশন আউটকাম (জানো) প্রকল্পের সহযোগীতায় মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি বনার্ঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে গিয়ে এক আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা নির্বাহী অফিসার সুজাউদ্দৌলা'র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তা আব্দুল গফুর তালুকদার, জানো প্রকল্পের ফিল্ড ফ্যাসিলেটেটর খুরশিদা রহমান, দিনেশ চন্দ্র রায় ও মেনোকা রায় প্রমুখ। এসময় প্রধান অতিথি উপজেলার সকল ইউনিয়নে দরিদ্র পরিবারগুলোর স্যানিটেশন সুবিধা নিশ্চিত করতে ইউপি চেয়ারম্যানদের প্রতি আহবান জানান। উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে র‍্যালিতে জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, এনজিও প্রতিনিধি, গন্যমাণ্য ব্যাক্তিবর্গ ও শিক্ষার্থী অংশগ্রহন করে।