আব্দুল মালেক, নীলফামারীঃ
"বঙ্গবন্ধুর সুদর্শন, সমবায়ের উন্নয়ন" এই শ্লোগানকে সামনে রেখে, সারাদেশের ন্যায় আগামী (০২ নভেম্বর) শনিবার নীলফামারীতে হবে জাতীয় সমবায় দিবস-২০১৯। দিবসটি যথাযথ মর্যদায় পালনের লক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে জেলা সমবায় অধিদপ্তর। অনুষ্ঠানটি আগামী শনিবার সকাল সাড়ে ৯টায় ডিসি অফিস চত্বরে অনুষ্ঠিত হবে। জেলা সমবায় অধিদপ্তর সূত্রে জানা যায়, স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রত্যয়ে, তারই কন্যা বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐক্লান্তিক পরিশ্রমে বাংলাদেশ আজ বিশ্বের উন্নয়নশীল দেশে গ্রহণযোগ্যতা পেয়েছে।যার ফলশ্রুতিতে সমবায় অধিদপ্তরের আওতাধীন দেশের হত-দরিদ্র পরিবারের সুবিধা বঞ্চিত মহিলাদের গবাদিপশুসহ বিভিন্ন খামারীর স্বল্প লাভের ঋন প্রদানের মাধ্যমে অনেকেই আজ স্বাবলম্বী। এরই ধারাবাহিতায়
বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে সারাদেশের ন্যায় জেলা ও সদর উপজেলা একত্রিত ভাবে পালন করা হবে। এছাড়াও ডোমার, ডিমলা, জলঢাকা, কিশোরগঞ্জ ও সৈয়দপুর উপজেলায় পৃথক পৃথকভাবে একযোগে পালিত হবে। সূত্রমতে, শনিবার সকাল সাড়ে ০৯টায় বর্ণাঢ্য সমবায় শোভাযাত্রা, সকাল ১০টায় জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন, ১০টা ১০মিনিটে অতিথিদের আসন গ্রহন, ১০:২০টায় পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠ, ১০;৩০ জেলা সমবায় অফিসারের স্বাগত বক্তব্য। এছাড়াও প্রধান অতিথি, বিশেষ অতিথিসহ সকল সমবায়ীরা অনুষ্ঠানে বক্তব্য দিবেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির আসন গ্রহন করবেন জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে থাকবেন, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন, পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ ও সদর উপজেলা চেয়ারম্যান শাহিদ মাহমুদ। সভাপতিত্ব করবেন, নুরুল আমিন সরকার, সভাপতি জেলা সমবায় ভূমি উন্নয়ন ব্যাংক লিঃ। জাতীয় সমবায় দিবস- ২০১৯ সফল করতে সকলের প্রতি আহবান জানিয়েছে জেলা সমবায় অধিদপ্তর।