বিজ্ঞাপন দিন

ডোমার রাজপাড়া শারদীয় দুর্গামন্ডবে আরতী প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ

রতন কুমার রায়,ডোমার-নীলফামারী: নীলফামারী ডোমার রাজপাড়া শারদীয় দুর্গামন্ডবে মহা-নবমী পুজায় আরতী প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। সোমবার (৭ অক্টোবর) সন্ধ্যায় সনাতন ধর্মালম্বীদের বড় ধর্মীয় উৎসব শ্রীশ্রী শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ডোমার উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের ৬নং ওয়ার্ড রাজপাড়া দুর্গামন্ডবে মহা-নবমী পুজায় আরতী প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। আরতী প্রতিযোগীতায় শতাধিক প্রতিযোগী অংশ গ্রহন করেন। প্রতিযোগীতায় মির্জাগঞ্জ কলেজের প্রভাষক বুলবুল ইসলামের নেতৃত্বে ৫সদস্য বিশিষ্ট বিচারকমন্ডলী দ্বারা প্রতিযোগীতায় প্রথম,দ্বিতীয়,তৃতীয়সহ মোট ৪০জন বিজয়ী প্রতিযোগীকে পুরস্কার প্রদান করা হয়েছে। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোড়াগাড়ী ইউনিয়নের ৬নং ওয়ার্ড বাসিন্দা তরুন্যের অহংকার সৎ নির্ভীক ব্যক্তিত্ব সাংবাদিক আলমগীর হোসেন। ওই সময় দুর্গামন্ডবের পুজা কমিটির সভাপতি শ্রী নয়ন চন্দ্র রায়,সম্পাদক শরৎ চন্দ্র রায়,সাংবাদিক রতন কুমার রায়,সাবেক ইউপি সদস্য গোলাম মোস্তফা,সমাজ সেবক মো: হাসিব,বিকাশ চন্দ্র রায় প্রমূখ উপস্থিত ছিলেন। প্রতিযোগীতায় প্রথম স্থান অর্জন করেন প্রতিমা রানী,দ্বিতীয় মিলন চন্দ্র ও তৃতীয় পুরস্কার অর্জন করেন মাধবী রানী রায়।