এস আই বিজয়,তারাগঞ্জ(রংপুর)প্রতিনিধি :
সারাদেশের ন্যায় রংপুরের তারাগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে কৃমিনাশক সপ্তাহ উদ্ভোধন করা হয়েছে। গতকাল সকালে ঘনিরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে কৃমিনাশক সপ্তাহের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম। ওই অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্য তিনি বলেন, কীটজনিত রোগে আক্রান্ত হওয়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। প্রতিবার খাবার গ্রহণের আগে পরিষ্কারসহ স্যানিটারি ল্যাট্রিন ব্যবহার এবং হাত ধোওয়ার বিষয়ে আরও সচেতনতা হতে হবে। ওই সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা মোস্তফা জামান চৌধুরী, টিও মোস্তাফিজুর রহমান,শিক্ষক শিক্ষার্থী প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা কৃমিজনিত রোগকে শূন্যের কোঠায় নামিয়ে আনার লক্ষ্যে সকলকে সচেতন সহ কাজ করার আহবান জানান।