বিজ্ঞাপন দিন

জলঢাকায় বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের মাঝে হুইল চেয়ার ও ডিভাইস বিতরন

মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকা উপজেলায় একীভূত শিক্ষা বাস্তবায়নে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের মাঝে হুইল চেয়ার ও এ্যাসিসটিভ ডিভাইস বিতরণ করা হয়েছে। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে শিক্ষা অধিদপ্তরের সহযোগীতায় বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে তাদের মাঝে ৮টি হুইলচেয়ার ও ডিভাইস বিতরন করেন উপজেলা নির্বাহী অফিসার সুজাউদ্দৌলা। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নুর মোহাম্মদ, সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার এবিএম মোকতাদির বিল্লাহ, আতাউল গনী ওসমানী, হারুন-অর রশীদ, আনোয়ারুল আলম প্রধান প্রমুখ। এসময় ইউএনও সুজাউদ্দৌলা বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের মূলশ্রোতে আনতে সরকার কাজ করছে। এজন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তর বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সুবিধা দিয়ে বিদ্যালয়ের ভবন নির্মানসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড বাস্তবায়ন করছে।