বিজ্ঞাপন দিন

ডোমারে বাল্যবিবাহ নিরোধ দিবস পালিত

রতন কুমার রায়,ডোমার(নীলফামারী)প্রতিনিধি:‘ছেলের ২১ মেয়ের ১৮ এর আগে নয় বিয়ে কারো, শেখ হাসিনার বারতা নারী পুরুষ সমতা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারী ডোমার উপজেলায় বাল্য বিবাহ নিরোধ দিবস উদযাপন উপলক্ষে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলায়তনে উপজেলা নির্বাহী অফিসার উম্মে ফাতিমার সভাপতিত্বে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার,মহিলা ভাইস চেয়ারম্যান বেগম রৌশন কানিজ,কৃষি কর্মকর্তা কৃষিবীদ জাফর ইকবাল,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহিনূর খাতুন ,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিয়াউর রহমান,একাডেমিক সুপারভাইজার সাফিউল ইসলাম,পরিসংখ্যান কর্মকর্তা আব্দুল বারী প্রমূখ।