বিজ্ঞাপন দিন

জলঢাকায় অভিভাবক প্রতিনিধি নির্বাচন সম্পন্ন

এরশাদ আলম,জলঢাকা(নীলফামারী)প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকা পৌরসভার ৩ টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক প্রতিনিধি নির্বাচন সম্পন্ন হয়েছে। জানাগেছে বুধবার ৩০ অক্টোবর সকাল ১০টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়।প্রিজাইডিং অফিসার মাহামুদুল হকের সার্বিক তত্বাবধানে এবং থানা পুলিশের কঠোর নিরাপত্তায় ও আইন শৃঙ্খলায় এবং আনসার সদস্যদের সহযোগীতায় সুন্দর ও মনোরম পরিবেশে সুষ্ঠুভাবে ভোট গ্রহন হয়েছে।উত্তর চেরেঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মোট ভোটার সংখ্যা ছিল ২ শত ৫ জন।এ কেন্দ্রে বিজয়ী প্রার্থীরা হলেন, মহিদুল ইসলাম তিনি বই প্রতীক নিয়ে পেয়েছেন ১ শত ৭৮ ভোট,দ্বিতীয় বিজয়ী প্রার্থী ফারুক হোসন মাছ প্রতীক নিয়ে পেয়েছেন ১ শত ৫৮ ভোট,মহিলা সদস্য ২ জন বিনা প্রতিদন্দীতায় নির্বাচিত হয়েছেন।আর আইন শৃঙ্খলার দায়ীত্বে ছিলেন এস আই ফিরোজ সহ ২ জন। অপর দিকে উত্তর চেরেঙ্গা মাঝা পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে একই দিনে অভিভাবক প্রতিনিধি নির্বাচন সম্পন্ন হয়েছে।প্রিজাইডিং অফিসার লায়লা বেগমের সার্বিক তত্বাবধানে ও এস আই নুরে আলম এর কঠোর আইন শৃঙ্খলায় এবং আনসার সদস্যদের সহযোগীতায় এ কেন্দ্র সুন্দর ও সুষ্ঠভাবে ভোট গ্রহন হয়। কেন্দ্রটিতে পুরুষ ও মহিলা ভোটার সংখ্যা ছিল ৩ শত ৩৮ জন।সকাল ১০ টা থেকে ভোটাররা তাদের ভোট প্রোয়োগ করেন এবং বিকাল ৩ টা পর্যন্ত মনোরম পরিবেশে ভোট গ্রহন হয়।এ কেন্দ্র বিজয়ী প্রার্থীরা হলেন পুরুষ পদে মামুন হোসেন তিনি মাছ প্রতীক নিয়ে পেয়েছেন ১ শত ৭৭ ভোট,দ্বিতীয় বিজয়ী প্রার্থী রায়হান হোসেন আম প্রতীক নিয়ে পেয়েছেন ১ শত ২৫ ভোট,মহিলা বিজয়ী প্রার্থী মিনা বেগম দোয়াত কলম নিয়ে পেয়েছেন ১ শত ৭২ ভোট,দ্বিতীয় বিজয়ী প্রার্থী হামিজন নেছা তালাচাবি প্রতীক নিয়ে পেয়েছেন ১ শত ৫৬ ভোট। ওই দিনে দক্ষিণ কাজির হাট হাজীপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক প্রতিনিধি নির্বাচনে শুধু মহিলা পদে প্রতিদন্দীতা করেন ৪ জন।এ কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ছিল ৩ শত ৪২ জন।এ কেন্দ্রে বিজয়ী প্রার্থীরা হলেন মিনা বেগম তিনি মাছ প্রতীক নিয়ে পেয়েছেন ১ শত ১৪ ভোট,দ্বিতীয় বিজয়ী প্রার্থী নুর নাহার বেগম গাভী প্রতীক নিয়ে পেয়েছেন ৯৬ ভোট।প্রিজাইডিং অফিসারের দায়ীত্বে ছিলেন অনিল কুমার রায়।ওই কেন্দ্রে পুলিশের কঠোর নিরাপত্তায় ও আইন শৃঙ্খলায় এবং আনসার সদস্যদের সহযোগীতায় সকাল থেকে বিকাল পর্যন্ত মনোরম পরিবেশে মধ্যদিয়ে নির্বাচন সম্পন্ন হয়।এসময় বিভিন্ন নির্বাচন কেন্দ্র পরিদর্শন করেন । পৌরসভার ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর রহমত আলী।এবিষয়ে জলঢাকা পৌরসভার ক্লাস্টারের দ্বায়িত্ব প্রাপ্ত উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার দিলীপ কুমার সরকার বলেন,৩ টি বিদ্যালয়ে অভিভাবক প্রতিনিধি নির্বাচন সুষ্ঠভাবে দিতে পেরে নিজেকে যেমন ধন্যমনে-করছি-তেমনি এ নির্বাচনে যারা সহযোগীতা করেছেন তাদের কে আমার ক্লাস্টারের পক্ষথেকে অসংখ্য ধন্যবাদ জানাই।