মর্তুজা ইসলাম, প্রতিনিধিঃ নীলফামারীর ডিমলা উপজেলায় ইউনিয়ন পর্যায়ে মৎস্যচাষ প্রযুক্তি সেবা সম্প্রসারন প্রকল্পের আওতায় আরডি ও এফএফদের ২দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে। উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ হলরুমে এই প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা মৎস্য কর্মকর্তা আশরাফুজ্জামান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা শামিমা আকতার। এসময় জেলা মৎস্য কর্মকর্তা আশরাফুজ্জামান জানান ২দিনব্যাপী প্রশিক্ষণে ইউনিয়ন পর্যায়ের মৎস্যচাষীদের কার্প নার্সারি, পাঙ্গাস চাষ ও গলদা কার্প চাষ ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। তিনি আরো বলেন সঠিক পদ্ধতি জেনে মাছ চাষ করলে একদিকে যেমন শ্রম ও অর্থ ব্যয় কম হয় তেমনি মৎস্য উৎপাদন করে কৃষকরা বেশি লাভবান হয়। তাই তিনি উপজেলার প্রকৃত মৎস্য চাষীদের প্রশিক্ষণ গ্রহনের আহবান জানান। উপজেলা মৎস্য বিভাগের আয়োজনে প্রশিক্ষণে ১৮জন চাষী অংশগ্রহন করছে