বিজ্ঞাপন দিন

ডিমলায় জানাযার পাশে মারামারি আহত-১

রাশেদুজ্জামান সুমন, বিশেষ প্রতিনিধি নীলফামারী নীলফামারী ডিমলায় জমি সংক্রান্ত জেরে মৃত ব্যক্তির লাশের জানাযার সময় মারামারির ঘটনা ঘটেছে। এসময় আতাউর রহমান (৩৫) নামে আহত হয়েছে। শনিবার সকাল ১১.০০ টায় ঘটনাটি ঘটেছে ডিমলা সদর ইউনিয়নের দক্ষিণ তিত পাড়া ৩ নং ওয়ার্ডে। সরেজমিনে গিয়ে ও অভিযোগে জানা যায় শুক্রবার দিবাগত রাতে মৃত সামসুদ্দিনের পুত্র মতিয়ার রহমান বাধক্যজনিত কারনে মারা যান।সকাল ১১ টায় জানাযা হওয়ার কথা থাকলে আত্মীয়স্বজনরা এতে অংশ গ্রহণ করে। এক পর্যায়ে মৃত মতিয়ার রহমানের বোন আমেনা বেগম তার বেদখলকৃত জমি দাবী করলে শুরু হয় হট্ট গন্ডোগল এবং আমেনার ভাইয়েরা মমিনুর রহমান, মজিদাল রহমান ও তার ছেলেরা, বিপ্লব, মিজানুর, মিস্টার ফুফু আমেনা ও তার ছেলেদেরকে মারতে শুরু করে। এতে এ সময় আতাউর রহমান আহত হয়। টেপা খড়িবাড়ি ইউনিয়নের মসজিদ পাড়ার মৃত রফি উদ্দিন আহম্মেদের স্ত্রী ও মতিয়ার রহমানের বোন আমেনা বেগম জানান, ৪০ বছর আগে বাবা আমাকে বিয়ের সময় দেড় বিঘা (৪৫) শতাংশ জমি ও কেনা ১৫ শতাংশ দেয়। যার দাগ নং-৩৬০৮, খতিয়ান নং-৩৫৮৮ মৌজা দক্ষিণ তিত পাড়া। সেই জমি পরে আমি আমার জামাতা আমার ভাইয়ের ছেলে মঞ্জু রহমানকে দেয়। দাগ ও খতিয়ান নং ভুল হওয়ার কারনে ভাইয়েরা পরবর্তী কালে জানান। ৩ বছর আগে আমার ও জামাতার সেই জমি আমার ভাই ভাতিজারা দখল করে নেয়। আজ জানাযার সময় সেই জমির কথা বলতে গেলে আমার ভাই ভাতিজারা আমার চরাও হয় আমার ছেলে আতাউর রহমান এগিয়ে আসলে তাকে কিলঘুষি মারে। এব্যাপারে অভিযুক্ত মমিনুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি অপারগতা প্রকাশ করেন।