বিজ্ঞাপন দিন

জলঢাকায় সড়ক পরিবহন আইন-২০১৮ এর লিপলেট বিতরণ

আব্দুল মালেক, নীলফামারীঃ "সড়ক পরিবহন আইন -২০১৮" এর আইন সম্পর্কে সচেতনতা মূলক বৃদ্ধি, সড়ক ও মহাসড়কে মোটরযান এবং অন্যান্য ক্ষেত্রে শৃঙ্খলা আনয়নের লক্ষ্যে নীলফামারী জলঢাকা থানা পুলিশের লিপলেট বিতরণ। বুধবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত পৌর শহরের বঙ্গবন্ধু ম্যুরাল চত্বরে বিভিন্ন যানবাহন থামিয়ে লিপলেট বিতরণকালে সড়ক পরিবহন আইন সম্পর্কে উদ্বুদ্ধকরণ এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে জরিমানা বৃদ্ধি ও কোন কোন ক্ষেত্রে কারাদণ্ড বা উভয় শাস্তির বিধান আছে মর্মে মোটরযান চালকদের সচেতনতা করেন। পৌর শহর ছাড়াও উপজেলার বিভিন্ন টার্নিংপয়েন্টে এ লিপলেট বিতরণ করা হয়। ঘন্টাব্যাপী লিপলেট বিতরণকালে অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান, উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের আহবায়ক সাবেক মেয়র ইলিয়াস হোসেন বাবলু, ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) একে এম মনিরুল আলম এস আই বদরুদ্দোজা ও এএসআই মেজবাহুর সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।