বিজ্ঞাপন দিন

কিশোরগঞ্জে সড়ক পরিবহন আইন/১৮ সচেতনতা বৃদ্ধির লক্ষে লিফলেট বিতরণ

ভ্রাম্যমান সংবাদদাতা,নীলফামারীঃ নীলফামারীর কিশোরগঞ্জে“সড়ক পরিবহন আইন/২০১৮”সম্পর্কে বিভিন্ন যানবাহণের চালককে সচেতনতা বৃদ্ধির লক্ষে থানা পুলিশের পক্ষ থেকে লিফলেট বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টার দিকে উপজেলার বিভিন্ন সড়ক ও রংপুর-ডালিয়া মহাসড়কের বড়ভিটা বাজারে যানবাহন থামিয়ে চালককে সচেতনতা মূলক লিফলেট বিতরণ করেন থানা অফিসার ইনচার্জ(ওসি) এম হারুন অর রশিদ। এ সময় তিনি নতুন পরিবহন আইন সম্পর্কে চালকদের অবগত করেন এবং সর্তকতা অবলস্বনে অনুরোধ জানান। মোটর সাইকেল চালকদের হেলমেট, ড্রাইভিং লাইসেন্স , গাড়ীর লাইসেন্স, ট্যাক্স টোকেন সঙ্গে রাখার জন্য বলেন। সেই সাথে গাড়ী চালাকালীন সময় মোবাইল ফোন ব্যবহার থেকে বিরত থাকতে বলেন। নতুন পরিবহন আ্ইন-২০১৮ আগামী ১ডিসেম্বর থেকে কর্যকর করা হবে। সকল পরিবহন চালকদের আইন অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র সাথে রাখার জন্য বলা হয়েছে।