বিজ্ঞাপন দিন

জলঢাকায় বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

শাহজাহান কবির লেলিন, জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি ঃ নীলফামারী জলঢাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২১শে নভেম্বর বৃহস্পতিবার উপজেলা বিএনপির আয়োজনে বিকালে পৌর শহরের পেট্রোল পাম্প সংলগ্ন একটি মিল চাঁতালে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সভাপতি ও পৌর মেয়র ফাহমিদ ফয়সাল চৌধূরী কমেটের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্ঠা আবুল খায়ের ভূঁইয়া। প্রধান বক্তা ছিলেন রংপুর বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহব্বায়ক আলমগীর হোসেন ও সদস্য সচিব জহুরুল আলম। এ সময় বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি রশিদুল ইসলাম বাঙ্গালী, সিনিয়র সহ-সভাপতি জহুরুল ইসলাম, পৌর বিএনপির সাধারন সম্পাদল গোলাম সারোয়ার ভুট্টু, সাংগঠনিক সম্পাদক এ টি এম আউয়াল, ছাত্রদল আহব্বায়ক শাহিনুর হল কালা বাবু, যুবদল নেতা শেখ শাদী লাভলু, যুবনেতা হাফিজুল ইসলাম, বিএনপি নেতা ইউনুছ আলী, প্রভাষক হাবিবুর রহমান সুমন, সাবেক কৈমারী ইউপি চেয়ারম্যান কহিনুজ্জামান লিটন, সদস্য সচিব এমদাদুল হক, বালাগ্রাম সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল হাই, দেলোয়ার হোসেন মেম্বার, যুবনেতা জাহাঙ্গির আলম, বিএনপি নেতা আমিনুর রহমান, সিনিয়র মমিনুর রহমান ও তাঁতিদল সভাপতি আলমগীর হোসেন প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া বলেন, গনতন্ত্র পুন:দ্ধার করতে হলে আন্দোলনের বিকল্প নেই। এ অবৈধ সরকার সব জায়গায় বিচরন করে দেশটাকে ধবংস করে ফেলেছে। বাংলাদেশের জনগন এ সরকারের কর্মকান্ড কঠিন হস্তে দমন করবে মন্তব্য করে তিনি বলেন, সকলে কাঁধে কাঁধ রেখে ও হাতে হাত রেখে ঐক্যবদ্ধ হয়ে জাতীয়তাবাদীর আদর্শে উজ্জীবিত হয়ে এ স্বৈরাচারী সরকারকে উৎখাত করতে হবে এবং আন্দোলনের মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারাগার থেকে মুক্ত করতে হবে। নয় তো বাংলার মানুষ কিছুতেই শান্তিতে থাকতে পারবে না। উক্ত মতবিনিময় সভায় ১১টি ইউনিয়ন ও পৌরসভার সভাপতি সম্পাদক সহ তৃনমুল বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। মতবিনিময় সভাটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মঈনুল ইসলাম।