বিজ্ঞাপন দিন

জলঢাকায় অগ্নিকান্ড! বাজার পুড়ে ভস্মিভূত

মানিক লাল দত্ত ;নীলফামারীর জলঢাকায় মীরগঞ্জ ইউনিয়নে ভোর রাতে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে একটি বাজারের চারটি দোকান পুড়ে ভস্মিভূত হয়েছে। এতে ক্ষয়-ক্ষতির পরিমাণ প্রায় দুই লক্ষ টাকা। পাঠান পাড়া বাজারের মশিউরের (৩৫) দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট হলে আগুনের সূত্রপাত ঘটে। আর তা ছড়িয়ে পড়ে বাকী তিনটি দোকানে। ক্ষতিগ্রস্থরা হলেন, মোস্তাকুর রহমান (৩২), মুরাদুল ইসলাম মুরাদ (৩৪), মোকলেছুর রহমান (৩৮) এদের মধ্যে একজন কীটনাশক ব্যবসায়ী, একজন মুদির দোকানদার, একজনের ছোট পাটের দোকানদার ও একজনের ফলের দোকান ছিল। জলঢাকা ফায়ার সার্ভিস ইনচার্জ মমতাজুল ইসলামের নের্তৃত্বে ফায়ার সার্ভিসের দমকল বাহিনী সঠিক সময়ে ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে আনে। ফায়ার সার্ভিস ইনচার্জ মমতাজুল ইসলাম জানান, আমরা ঘটনাস্থলে সময় মাফিক না পৌছালে গোটা পাঠান পাড়া বাজার পুড়ে ছাই হয়ে যেত।