বিজ্ঞাপন দিন

জলঢাকায় কাজিরহাট পন্থাপাড়া আলিম মাদরাসার উন্নয়ন প্রকল্পের কাজ পরিদর্শনে জেলা প্রশাসক

মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকা উপজেলার পৌরসভাধীন কাজিরহাট পন্থাপাড়া আদর্শ আলিম মাদরাসার চলমান উন্নয়ন প্রকল্পের কাজের অগ্রগতি পরিদর্শন করেন জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী। সোমবার বিকেলে তিনি বাংলাদেশ সরকার ও জাইকার অর্থায়নে প্রায় ১৭ লাখ টাকা ব্যয়ে ৫ রুম বিশিষ্ট আধাপাকা বিল্ডিং নির্মান কাজ পরিদর্শন করেন। উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের সহায়তায় উপজেলা পরিষদের উদ্দ্যোগে কাজটি বাস্তবায়ন করছে উপজেলা প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সুজাউদ্দৌলা, সহকারি কমিশনার ভুমি গোলাম ফেরদৌস, নীলফামারী সদর সহকারি কমিশনার ভুমি বেলায়েত হোসেন, অধ্যক্ষ মমিনুর রহমান ও শিক্ষক শিক্ষিকাবৃন্দ। পরে তিনি মাদরাসার জন্য বর্তমান এমপি রানা মোহাম্মদ সোহেলের বরাদ্দকৃত ৪ তলা ভবন নির্মান কাজের স্থান পরিদর্শন করেন। এর আগে তিনি জলঢাকা বিয়াম ল্যাবরেটরি স্কুল পরিদর্শন করে সেখানে একটি অভিভাবক সেড উদ্বোধন করেন। এরপর তিনি জলঢাকা থানা পরিদর্শন করেন। মাদরাসায় অবস্থানকালে তিনি উপস্থিত শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর সাথে বিভিন্ন বিষয়ে কথা বলেন।