বিজ্ঞাপন দিন

নীলফামারীতে এজলাসের ভিতরে আসামীর আত্নহত্যার চেষ্টা

আব্দুল মালেক, নীলফামারীঃ নীলফামারী জজ আদালতে সৈয়দপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট কোর্ট এজলাসের ভিতরে জাহিদুল ইসলাম শুভ(৩০) নামের এক মোটর সাইকেল চুরি মামলার আসামীর আত্নহত্যার চেষ্টা। জাহেদুল ইসলাম শুভ চাঁদপুর জেলার কচুয়া উপজেলার লক্ষিপুর রহিমানগরের আব্দুল মান্নানের ছেলে। সে ঠাকুরগাঁ জেলার সদর থানার মোটরসাইকেল চুরির জি-আর-৩৬১/১৯ মামলায় দীর্ঘ দিন যাবত ঠাকুরগাঁ জেলা কারাগারে ছিল। সোমবার দুপুরে তাকে সৈয়দপুর থানা সোন এ্যারেষ্ট দেখিয়ে, সৈয়দপুর আমলী আদালত সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট সহদেব চন্দ্র রায়ের আদালতে শুনানির জন্য উঠায়। তার বিরুদ্ধে ২৯-০৮-১৯ইং তারিখে সৈয়দপুর থানায় বাংলাদেশ দণ্ডবিধি ৪৫৭/৩৮০ ধারায় মামলা হয়,যার নং-১৭/১৯। এই মামলায় তার শুনানির জন্য ধার্য তারিখ ছিলো। কোট পুলিশ জানায়, এজলাসের ভিতরেই হ্যান্ডক্যাপ এর অংশ দিয়ে গলা কেটে আত্নহত্যার চেষ্টা চালায়। এঘটনায় আদালত পাড়ায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গুরুতর রক্তাক্ত অবস্থায় তাকে নীলফামারী আধুনিক সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসা দেয়। বর্তমানে সে পুরুষ ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে। আসামী পক্ষের আইনজীবী, এ্যাড. আল মাসুদ চৌধুরী জানান, একটি মিথ্যা মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে আনা হয়। আজ শুনানিতে সে জামিন না পাওয়ায় হয়তো, আত্নহত্যার চেষ্টা করে। তিনি বলেন, বর্তমানে সে আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে এবং সুস্থ আছে।