বিজ্ঞাপন দিন

নীলফামারী ডিমলায় রেস সঞ্চয় ও ঋণদান সমিতি ঘেরাও করে বিক্ষোভ করেছে সুবিধা বঞ্চিত মহিলারা

আব্দুল মালেক, নীলফামারী : নীলফামারীর ডিমলায় রেস্ সঞ্চয় ও ঋনদান সমিতিতে জমাকৃত সঞ্চয়ী টাকা ফেরত পাওয়ার দাবিতে অফিস ঘেরাও করে বিক্ষোভ করেছে উক্ত সমিতিতে ভর্তি হওয়া শতাধিক সুবিধা বঞ্চিত মহিলা সদস্যরা।বৃহস্পতিবার দুপুরে ডিমলায় সমিতির প্রধান কার্যালয় ঘেরাও করে তারা এ বিক্ষোভ করে তারা। তাদের দাবি ঋন দেওয়ার কথা বলে এবং দুই বছর পর জমাকূত টাকার ২০% লাভ সহ সমুদয় টাকা ফেরত দিবে বলে প্রতি মাসে দুই শত থেকে দুই হাজার পর্যন্ত টাকা তারা জমা নিয়েছে।কিন্তু এখন তিন বছর পেরিয়ে গেলেও তারা কোন ঋন দিচ্ছে না এমনকি সঞ্চিত টাকাও ফেরত দিতে টালবাহানা করছে সমিতির পরিচালক মহিকুল ইসলাম বাঁধন।বিক্ষোভ কারীদের দাবি অযৌক্তিক বলে সমিতির কোষাধ্যক্ষ দীপালি পারভিন বলেন, যারা আজকে মানববন্ধন করেছে তারা সব ঝড়ে পড়া সদস্য, এদের একজন ও চলমান সদস্য নয়। এদের দাবি মানা আমাদের ম্যানুয়ালে নেই।