জাহিনুর ইসলাম জীবন, জলঢাকা নিলফামারী প্রতিনিধি
নীলফামারীর জলঢাকা উপজেলার ২টি ইউনিয়নে বিভিন্ন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক প্রতিনিধি নির্বাচন সম্পন্ন হয়েছে।জানাগেছে,রবিবার ৩ নভেম্বর সকাল ১০ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়। ভোট কেন্দ্র গুলোতে ভোটাররা শান্তি পূর্ণ ভাবে তাদের ভোট প্রোয়োগ করেন।ধর্মপাল ইউনিয়নের দক্ষিণ পাইটকা পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মোট ভোটার সংখ্যা ছিল ২ শত ৬৬ জন।উক্ত প্রতিষ্ঠানে নির্বাচনে বিজয়ী হয়েছেন ২ জন মহিলা প্রার্থী ও ২ জন পুরুষ প্রার্থী ।বিজয়ী প্রার্থীরা হলেন লাভলী বেগম বই প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ২ শত ৫১ ভোট ও মনছুরা বেগম মাছ প্রতীক নিয়ে পেয়েছেন ২ শত ৪০ ভোট।পুরুষ পদে ২ জন বিজয়ী প্রার্থীরা হলেন বাবুল হোসেন মোরগ প্রতীক নিয়ে পেয়েছেন ২ শত ৫৫ ভোট ও আব্দুল মজিদ তিনি মই প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ২ শত ১৫ ভোট।এ কেন্দ্রে প্রিজাইডিং অফিসারের দায়ীত্ব পালন করেন মাহাবুবুল করিম। উত্তর ধর্মপাল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ২ জন পুরুষ ও ২ জন মহিলা প্রার্থী বিজয়ী হয়েছে। এ কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ছিল ১ শত ৬৮ ভোট। বিজয়ী প্রার্থী হলেন আব্দুল হাকিম তিনি চেয়ার প্রতিক নিয়ে ভোট পেয়েছেন ১ শত ৮৬ ভোট এবং শাহিন ইসলাম তিনি মই প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ১ শত ৪০ ভোট।একই প্রতিষ্ঠানে মহিলা ২ জন প্রার্থী বিজয়ী হয়েছেন আমিনা বেগম তিনি কাপপ্রিজ প্রতিক নিয়ে ভোট পেয়েছেন ১ শত ৭৮ ভোট ও ফরিদা বেগম কাঁঠাল প্রতিক ভোট পেয়েছেন ১ শত ৫৬ ভোট। এ কেন্দ্রে প্রিজাইডিং অফিসারের দায়ীত্ব পালন করেন বাবু রাম রায়। অপরদিকে গোলনা ইউনিয়ের চিড়াভিজা গোলনা চৌপথী উত্তর পাড়া সপ্রাবি মোট ভোটার সংখ্যা ছিল ১ শত ৮৮। এ কেন্দ্রে বিজয়ী হয়েছেন ফরিদ আলম ফুটবল প্রতীক নিয়ে ভোট পয়েছেন ১ শত ৫১ ভোট এবং রুহুল আমিন(শিবুল) তিনি চেয়ার প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ১ শত ৪৯ ভোট।ভোট কেন্দ্রে প্রিজাইডিং অফিসারের দায়ীত্ব পালন করেন মফিদুল ইসলাম। খারিজা গোলনা দিঘীর পাড় সপ্রাবি অভিভাবক প্রতিনিধি নির্বাচন সুন্দর ও মনরম পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। মোট ভোটার সংখ্যা ছিল ১ শত ৮৮ ভোট। উক্ত প্রতিষ্ঠানে অভিভাবক প্রতিনিধি নির্বাচনে বিজয়ী হয়েছেন যারা জহুরুল ইসলাম তিনি মই প্রতিক নিয়ে ভোট পেয়েছেন ১ শত ৫২ ভোট এবং আইয়ুব আলী মোরগ প্রতিক নিয়ে ভোট পেয়েছেন ১ শত ৩৩ ভোট। এ কেন্দ্রে প্রিজাইডিং অফিসারের দায়ীত্বে ছিলেন হাফিজুর রহমান। গোলনা কালীর ডাঙ্গা সপ্রাবি শান্তি ও সুষ্ঠ ভাবে ভোটাররা তাদের মনোনিত প্রার্থীকে ভোট প্রয়োগ করেন।এ কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ছিল ১ শত ১৪ ভোট।বিজয়ী হলেন যারা শোভা রাণী গোলাপ ফুল প্রতীক নিয়ে পেয়েছেন ৭২ ভোট ও শরীফা বেগম মোরগ প্রতীক নিয়ে পেয়েছেন ৪৫ ভোট।এ কেন্দ্রে প্রিজাইডিং অফিসারের দায়ীত্বে ছিলেন প্রফুল্ল কুমার রায়। চিড়াভিজা গোলনা সপ্রাবি শান্তি ও সুষ্ঠ ভাবে ভোটাররা তাদের মনোনিত প্রার্থীকে ভোট প্রয়োগ করেন।উক্ত নির্বাচনে বিজয়ী হয়েছেন, শুকুর আলী মাছ প্রতীক নিয়ে ৩ শত ১৬ ভোট পেয়ে প্রথম হয়েছেন, আম প্রতীক নিয়ে সেলিম রেজা ২ শত ৫১ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন।প্রিজাইডিং অফিসারের দায়ীত্বে ছিলেন পাভেল নন্দী। সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্র গুলোতে আইনশৃঙ্খায় ছিলেন জলঢাকা থানা পুলিশ এবং গ্রান পুলিশ ও আনসার সদস্যদের সহযোগীতায় সুন্দর ও মনরম পরিবেশের মধ্যদিয়ে নির্বাচন সম্পন্ন হয়েছে।