আব্দুল মালেক, নীলফামারীঃ
নীলফামারী সদর উপজেলা কচুকাটা ইউনিয়ন খেলোয়াড় কল্যাণ সমিতির আয়োজনে মরহুম আলহাজ্ব রুস্তম আলী চৌধুরীর স্মরণে ফুটবল টুর্ণামেন্ট-২০১৯ এর প্রথম রাউন্ডের চতুর্থতম ম্যাচ খেলাটি অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে কচুকাটা হাইস্কুল মাঠে কিশোরগঞ্জ উপজেলা খেলোয়াড় কল্যাণ একাদশ ও পঞ্চগড় সাকোয়া খেলোয়াড় কল্যাণ অংশ গ্রহন করে। খেলাটি সার্বিক সহযোগিতায় সিয়াম এন্টারপ্রাইজ, সৈয়দপুর সড়ক নীলফামারী। ২-০ গোলে কিশোরগঞ্জ ফুটবল একাদশকে পরাজিত করেছে সাকোয়া খেলোয়াড় কল্যাণ একাদশ।
এতে প্রধান অতিথি ছিলেন, প্রথম শ্রেনীর ঠিকাদার ও জেলা সেচ্ছাসেবক লীগের সিনিয়র সহসভাপতি মাহাফুজার রহমান। খেলাটি উদ্বোধন করেন কচুকাটা ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ চৌধুরী।
ইউনিয়ন খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, সমাজ সেবক শহিদুল ইসলাম, আব্দুল হাই, দুলাল হোসেন, আব্দুল মালেক, সফিয়ার রহমান ও আমন্ত্রিত অতিথি ইউনিয়ন খেলোয়াড় কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক তছলিম উদ্দিন।