বিজ্ঞাপন দিন

ডোমারে জেএসসি,জেডিসি ও এসএসসি(ভোক:)পরিক্ষায় প্রথম দিনে ২শ ১২জন পরিক্ষার্থী অনুপস্থিত

রতন কুমার রায়,ডোমার-নীলফামারী: নীলফামারীর ডোমার উপজেলায় ২০১৯ সালের জেএসসি,জেডিসি,এসএসসি(ভোক:) পরিক্ষায় প্রথম দিনে ৬টি পরিক্ষা কেন্দ্রে ২শ ১২জন পরিক্ষার্থী অনুপস্থিত রয়েছে। শনিবার(২নভেম্বর) জেএসসি,জেডিসি ও এসএসসি(ভোক:) পরিক্ষায় প্রথমদিন জেএসসি বাংলা ডোমার সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১১শ ৫১জন পরিক্ষার্থীর ৪০ জনের মধ্যে ছাত্র ১৯,ছাত্রী ২১, ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয় ১৪শ ৭২জন পরিক্ষার্থীর ৩৪ জনের মধ্যে ছাত্র ১৫,ছাত্রী ১৯, চিলাহাটী গালর্স স্কুল এন্ড কলেজ ৭শ ১৯জন পরিক্ষার্থীর ১৬ জনের মধ্যে ছাত্র ৬,ছাত্রী ১০, চিলাহাটী মার্চেন্টস উচ্চ বিদ্যালয় ৮শ ৪০জন পরিক্ষার্থীর ৩১ জনের মধ্যে ছাত্র ১২,ছাত্রী ১৯ জন ও জেডিসি দাখিল কুরআন ও তাজবীদ পরিক্ষায় ডোমার ইসলামিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে ৫শ ৭২ জন পরিক্ষার্থীর ৪০জনের মধ্যে ছাত্র ২০, ছাত্রী ২০জন এবং এসএসসি(ভোক:) বাংলা পরিক্ষায় ৩০২ জন পরিক্ষার্থীর ৫১ জনের মধ্যে পরিক্ষার্থী অনুপস্থিত বলে সংশ্লিষ্ট পরিক্ষা কেন্দ্র সচিব সূত্রে জানাগেছে।